লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাতিল হতে পারে বহু রেশন কার্ড! আপনি যোগ্য কি না পাই টু পাই হিসেব নেবে আয়কর দফতর

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: রেশন প্রাপকদের জন্য রইল জরুরি খবর। এবার আগামী দিনে বিনামূল্যে রেশন পাওয়া কিন্তু সহজ হবে না। এর কারণ সরকারের তরফে এবার এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুন চমকে গিয়েছেন সকলে। একটু এদিক ওদিক হলেই সে এমনি রেশন হোক কিংবা বিনামূল্যে রেশন, কিছুই মিলবে না। জানা গিয়েছে, যারা দীর্ঘদিন ধরে রেশন নিচ্ছেন তাঁরা আদৌ রেশন পাওযার যোগ্য কিনা সেটা খুঁজে বের করবে আয়কর দফতর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বাতিল হওয়ার মুখে বহু রেশন কার্ড?

বিনামূল্যে রেশন গ্রহণকারী অযোগ্য ব্যক্তিদের বাদ দিতে আয়কর বিভাগ নতুন তথ্য ভাগ করবে। ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’ (PMJKAY) এর আওতায় সুবিধাভোগীদের তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের বাদ দিতে আয়কর বিভাগ খাদ্য মন্ত্রকের সঙ্গে তথ্য ভাগ করে নেবে। PMGKAY-এর অধীনে, দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে রেশন দেওয়া হয় যারা আয়কর দেন না।

READ MORE:  খরচ বেড়ে ৮৪ কোটি! মিড ডে মিল থেকে রেশন, কেন্দ্রের অন্ন যোজনার দরুন ফ্যাসাদে রাজ্য সরকার

সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে PMGKAY-এর জন্য ২.০৩ লক্ষ কোটি টাকার বরাদ্দ করেছে, যা চলতি অর্থবছরের সংশোধিত প্রাক্কলন ১.৯৭ লক্ষ কোটি টাকার চেয়ে বেশি। দেশে কোভিড-১৯ মহামারীর কারণে অর্থনৈতিক মন্দার কারণে দরিদ্র ও অভাবী মানুষের কষ্ট লাঘব করার লক্ষ্যে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) চালু করা হয়েছিল। তবে, সরকার PMGKAY-এর অধীনে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের মেয়াদ ১ জানুয়ারি, ২০২৪ থেকে পাঁচ বছরের জন্য বাড়িয়েছে।

একসঙ্গে কাজ করবে খাদ্য মন্ত্রক ও আয়কর বিভাগ

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT) একটি অফিস নির্দেশে বলেছে যে আয়কর (সিস্টেমস) মহাপরিচালককে খাদ্য ও গণবন্টন বিভাগের (DFPD) যুগ্ম সচিবকে তথ্য সরবরাহ করার ক্ষমতা দেওয়া হবে। তথ্য ভাগাভাগি ব্যবস্থা অনুসারে, ডিএফপিডি নতুন দিল্লির ডিজিএলটি (সিস্টেমস) কে মূল্যায়ন বছরের সাথে আধার বা প্যান নম্বর সরবরাহ করবে। যদি প্যান প্রদান করা হয় অথবা প্রদত্ত আধার PAN এর সাথে সংযুক্ত থাকে, তাহলে DGIT (সিস্টেমস) আয়কর বিভাগের ডাটাবেস অনুসারে নির্ধারিত আয়ের বিষয়ে DFPD-কে জবাব দেবে।

READ MORE:  একটানা চারদিন ছুটি, ফেব্রুয়ারিতে সরকারি কর্মীদের ‘হলিডে সারপ্রাইজ’ দিল পশ্চিমবঙ্গ সরকার

ক্রেতাসুরক্ষা মন্ত্রকই রেশন গ্রাহকদের আধার সংক্রান্ত তথ্য জানাবে আয়কর দপ্তরকে। আধারের সঙ্গে ইতিমধ্যে রেশন কার্ডের ‘লিঙ্ক’ হয়েছে। এরপর আধারের সঙ্গে প্যানের ‘লিঙ্ক’ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় জানা যাবে। আয়কর বিভাগ ও গণবণ্টন দপ্তর নিজেরাই ঠিক করবে, কতজন ব্যক্তির তথ্য তারা লেনদেন করবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.