লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাদ গেল আরও নাম! শিক্ষকদের নতুন তালিকা বাছল শিক্ষা দফতর, এটাই কী চূড়ান্ত?

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পর জেলায় জেলায় চাকরিহারাদের প্রতিবাদ যেন চরম আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরেই এসএসসি (SSC) দফতরে চলছে চাকরিহারাদের বিক্ষোভ। দাবি একটাই শীঘ্রই যোগ্য ও অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। এমনকি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলাকালীন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে আটকে রাখা হয়, ভবনে ঢুকতে দেওয়া হয় না খাবার, যা ঘিরে উত্তেজনা চরমে ওঠে। পরে ঘেরাও প্রত্যাহার করা হয়।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

নতুন তালিকা প্রকাশ SSC-র

তবে এই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির মাঝে এক নয়া মোড় নিল। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক চড়াই উতরাই এবং ভয়ঙ্কর আন্দোলনের মাঝেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অবশেষে সকলকে চমকে দিয়ে প্রকাশ করা হল নতুন শিক্ষক তালিকা। কিন্তু সেই তালিকায় উঠে এল এক নয়া তথ্য। ১৮০৩ জনকে বাদ দিয়ে বেছে নেওয়া হল ১৫,৪০৩ জন ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাকে। শিক্ষা দফতরের সূত্রে খবর, এই নতুন তালিকা ইতিমধ্যেই রাজ্যের সব জেলার ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর (DI) দফতরে পাঠানো হয়েছে।

READ MORE:  RBI কমাতে পারে ব্যাঙ্কের সুদের হার, সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য আসছে বড় পরিবর্তন!

বাদ পড়ল আরও ১৮০৩ জনের নাম!

প্রথমে মধ্যশিক্ষা পর্ষদ ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ বা ‘দাগি’ নন, এমন ১৭ হাজার ২০৬ জন শিক্ষকের নামের তালিকা প্রস্তুত করেছিল যেটা কিনা সুপ্রিম কোর্টেও জমা দেয় মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু পরে দেখা যায় সেই তালিকা থেকে আরও ১৮০৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে তাঁদের নাকি ওএমআর শিট বা উত্তরপত্র-সহ একাধিক বিষয়ে সমস্যা রয়েছে। শেষ পর্যন্ত নতুন তালিকায় যোগ্য শিক্ষক-শিক্ষিকার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫,৪০৩ জনে। এবং এই নতুন তালিকা জেলায় জেলায় পাঠিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের পুনরায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

নাম নেই চিন্ময় মণ্ডলের!

এদিকে যোগ্য শিক্ষকদের জন্য প্রকাশিত নতুন নামের তালিকা স্কুলে স্কুলে পৌঁছে যাওয়ার পর শুরু হয় এক নয়া বিতর্ক। সেই তালিকা নজরে আসে আন্দোলনকারীদের মধ্যে। কিন্তু দেখা যায় আন্দোলকারীদের মধ্যে অনেকেরই নাম নেই। এমনকি এসএসসি চাকরিহারাদের আন্দোলনকে যে নেতৃত্ব দিয়েছিলেন সেই চিন্ময় মণ্ডলের নাম দেখা গেল না এই তালিকায়। এদিন তিনি বলেন, ‘‘যোগ্যদের তালিকায় কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। মামলাকারীদের মধ্যে অনেকের নামই নেই। আমার নামও নেই। যাঁরা একটি স্কুলে চাকরি করতে করতে পরে অন্য স্কুলে বদলি নিয়েছেন, সেই তথ্য কমিশনের কাছে নেই। কী এমন ঘটল যে আমাদের নাম বাদ পড়ে গেল, বুঝে উঠতে পারছি না।”

READ MORE:  WEBCSC Recruitment 2025: শুরুতেই বেতন ৫৩,৫৩৫ টাকা! পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনে বিভিন্ন পদে নিয়োগ | West Bengal Co-operative Service Commission Officer Recruitment 2025

তবে শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি প্রকাশিত এসএসসি তালিকায় আন্দোলনরত চাকরিহারারা এবার স্কুলে যাওয়ার পরিকল্পনা করছে। সম্ভবত গরমের ছুটির আগেই স্কুলে যোগ দেবেন তাঁরা। কিন্তু আন্দোলন থেকে তাঁরা সরে আসবেন না। আগামী দিনে কী ভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে প্রতিনিয়ত।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

READ MORE:  Weather Today: শিউরে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ফের আবহাওয়ার বিরাট বদল, তাপমাত্রা নামবে হু হু করে | South Bengal Temperature Will Slightly Down

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.