বাদ গেল আরও নাম! শিক্ষকদের নতুন তালিকা বাছল শিক্ষা দফতর, এটাই কী চূড়ান্ত?
প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পর জেলায় জেলায় চাকরিহারাদের প্রতিবাদ যেন চরম আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরেই এসএসসি (SSC) দফতরে চলছে চাকরিহারাদের বিক্ষোভ। দাবি একটাই শীঘ্রই যোগ্য ও অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। এমনকি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলাকালীন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে আটকে রাখা হয়, ভবনে ঢুকতে দেওয়া হয় না খাবার, যা ঘিরে উত্তেজনা চরমে ওঠে। পরে ঘেরাও প্রত্যাহার করা হয়।
তবে এই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির মাঝে এক নয়া মোড় নিল। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক চড়াই উতরাই এবং ভয়ঙ্কর আন্দোলনের মাঝেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অবশেষে সকলকে চমকে দিয়ে প্রকাশ করা হল নতুন শিক্ষক তালিকা। কিন্তু সেই তালিকায় উঠে এল এক নয়া তথ্য। ১৮০৩ জনকে বাদ দিয়ে বেছে নেওয়া হল ১৫,৪০৩ জন ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাকে। শিক্ষা দফতরের সূত্রে খবর, এই নতুন তালিকা ইতিমধ্যেই রাজ্যের সব জেলার ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর (DI) দফতরে পাঠানো হয়েছে।
প্রথমে মধ্যশিক্ষা পর্ষদ ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ বা ‘দাগি’ নন, এমন ১৭ হাজার ২০৬ জন শিক্ষকের নামের তালিকা প্রস্তুত করেছিল যেটা কিনা সুপ্রিম কোর্টেও জমা দেয় মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু পরে দেখা যায় সেই তালিকা থেকে আরও ১৮০৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে তাঁদের নাকি ওএমআর শিট বা উত্তরপত্র-সহ একাধিক বিষয়ে সমস্যা রয়েছে। শেষ পর্যন্ত নতুন তালিকায় যোগ্য শিক্ষক-শিক্ষিকার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫,৪০৩ জনে। এবং এই নতুন তালিকা জেলায় জেলায় পাঠিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের পুনরায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
এদিকে যোগ্য শিক্ষকদের জন্য প্রকাশিত নতুন নামের তালিকা স্কুলে স্কুলে পৌঁছে যাওয়ার পর শুরু হয় এক নয়া বিতর্ক। সেই তালিকা নজরে আসে আন্দোলনকারীদের মধ্যে। কিন্তু দেখা যায় আন্দোলকারীদের মধ্যে অনেকেরই নাম নেই। এমনকি এসএসসি চাকরিহারাদের আন্দোলনকে যে নেতৃত্ব দিয়েছিলেন সেই চিন্ময় মণ্ডলের নাম দেখা গেল না এই তালিকায়। এদিন তিনি বলেন, ‘‘যোগ্যদের তালিকায় কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। মামলাকারীদের মধ্যে অনেকের নামই নেই। আমার নামও নেই। যাঁরা একটি স্কুলে চাকরি করতে করতে পরে অন্য স্কুলে বদলি নিয়েছেন, সেই তথ্য কমিশনের কাছে নেই। কী এমন ঘটল যে আমাদের নাম বাদ পড়ে গেল, বুঝে উঠতে পারছি না।”
তবে শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি প্রকাশিত এসএসসি তালিকায় আন্দোলনরত চাকরিহারারা এবার স্কুলে যাওয়ার পরিকল্পনা করছে। সম্ভবত গরমের ছুটির আগেই স্কুলে যোগ দেবেন তাঁরা। কিন্তু আন্দোলন থেকে তাঁরা সরে আসবেন না। আগামী দিনে কী ভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে প্রতিনিয়ত।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
ভিভো মে মাসে তাদের জনপ্রিয় S-সিরিজের নতুন স্মার্টফোনগুলি লঞ্চ করতে প্রস্তুতি নিচ্ছে। এই নতুন সিরিজ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরীহ পর্যটকের প্রাণহানির ঘটনায় ভারতকে সমবেদনা জানিয়েছে…
Motorola আজ ২৪ এপ্রিল একটি বিশেষ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে নতুন ফোল্ডেবল স্মার্টফোন Motorola…
প্রীতি পোদ্দার, কলকাতা: কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে সৌদি আরবের সফরে কাটছাঁট করে গতকাল অর্থাৎ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) ঘটনায় দেশজুড়ে বয়ে যাচ্ছে নিন্দার…
আগে ব্যাংকে টাকা রাখলেই এক প্রকার নিশ্চিন্তে থাকা যেত। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে। এখন…
This website uses cookies.