বাবা-মা মেতে রয়েছেন পার্টিতে, আনন্দ হুল্লোড়ে! পানীয়র ছিপি গিলে ফেলে করুন পরিণতি ৯ মাসের শিশুর

বয়স মাত্র সবই নয় মাস। কিছুই বোঝেনা, কিছুই তেমন জানেনা সে। সবকিছু টেনে নিয়ে মুখে দেওয়া তার অভ্যেস। আর সেই রকমই মুখে পুরে দিয়েছিল নরম পানীয়র ছিপি। আর সেই ছিপি গলায় আটকে মৃত্যু হল মাত্র ৯ মাস বয়সী শিশু রুদ্র আয়ানের।

তা কোথায় ছিলেন তার বাবা-মা? পরিচিতের বাড়িতে গিয়ে গল্প আড্ডায় মেতে উঠেছিলেন তারা। খেয়াল করেন এই শিশুর দিকে। আর সেই ফাঁকেই ঘটে গেল অঘটন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার উতকুর গ্রামে। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

READ MORE:  Maruti Suzuki Brezza: টাটাকে টক্কর! এই SUV-তে বিরাট পরিবর্তন আনল Maruti Suzuki, বিকোবে হু হু করে | Now Brezza Got 6 Airbags

জানা গেছে, ৯ মাস বয়সী রুদ্রকে নিয়ে কোম্মাগুডা গ্রামে এক পরিচিতের বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন তার বাবা-মা। আর সেখানেই অনেকদিন পর পরিচিতদের সঙ্গে দেখা হওয়ায় গল্প আড্ডায় মেতে ওঠেন রুদ্রর বাবা-মা। খেয়াল করেননি সন্তানের দিকে আর তাতেই ঘটে গেল বড় বিপদ।

নরম পানীয়র ছিপি মুখে দিয়ে তা গলায় আটকে ফেলে রুদ্র। ছিপিটি তার গলায় আটকে গিয়েছিল। ঘটনাটি লক্ষ্য করা মাত্রই শিশুটিকে নিয়ে হাসপাতালে ছোটেন বাড়ির লোকেরা। তাকে অত্যন্ত দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সবাই বলছেন বাবা-মায়ের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই ঘটেছে এই ঘটনা।

READ MORE:  মহা শিবরাত্রিতে বৃষ্টিতে ভিজবে বাংলা? কেমন আবহাওয়া থাকবে বাংলার বিভিন্ন জেলায়?

 

Scroll to Top