বারবার আসছে ফোন! চাকরি যাওয়ার পর আরেক বিপদ শিক্ষকদের সামনে
সহেলি মিত্র, কলকাতাঃ চাকরি তো হাতছাড়া হয়েইছেই, এবার গোঁদের ওপর বিষফোঁড়ার সমান হয়ে দাঁড়িয়েছে ব্যাঙ্কের থেকে আসা বারবার ফোন। লোন মেটানোর জন্য বারবার তাগাদা দেওয়া হচ্ছে বলে অভিযোগ বহু শিক্ষকের। এমনিতেই তো চাকরি হারিয়ে সকলে সর্বশান্ত, বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এহেন পরিস্থিতিতে এবার নতুন বিপদ যেন সকলের ঘাড়ে উঠতে নাচতে শুরু করেছে।
সুপ্রিম কোর্ট ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (SSC) পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা প্রায় ২৬,০০০ শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম বাংলা তথা সমগ্র দেশ। এরকম চলতে থাকলে বাংলায় শিক্ষার মান কোথায় গিয়ে ঠেকবে? পড়ুয়াদের ভবিষ্যৎই বা কতটা সুরক্ষিত? এখন সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। উদ্বিগ্ন স্কুল পড়ুয়াদের অভিভাবকরাও। এদিকে চাকরি হারিয়ে মাথায় হাত পড়েছে প্রায় ২৬,০০০ শিক্ষক থেকে শুরু করে শিক্ষা কর্মীদের। সকলেরই সংসার আছে, ব্যাঙ্কের লোনের চাপ আছে, ইএমআই ভরতে হবে, কারোর ওষুধ কিনতে হবে, ছেলে মেয়ের পড়াশোনা চালানোর চাপ আছে। কিন্তু এখন হাজার হাজার শিক্ষকের চাকরি নেই। উপরন্ত দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে ১২ শতাংশ সুদে বেতন ফেরত দিতে হবে।
এদিকে পশ্চিমবঙ্গ সরকার চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছে। অন্যদিকে স্কুলে স্কুলে রীতিমতো হাহাকার দেখা দিয়েছে। কারণ সেখানে ব্যাপকভাবে শিক্ষক-শিক্ষিকার অভাব লক্ষ্য করা হচ্ছে। এছাড়া স্কুলের প্রিয় শিক্ষক-শিক্ষিকাকে হারিয়ে চোখে জল অনেক পড়ুয়ার। তবে এখন আবার শিক্ষকদের যেন তাড়া করে বেড়াচ্ছে ব্যাঙ্কের থেকে আসা ঘন ঘন ফোন। সবথেকে বড় চিন্তা, লোনের টাকা কীভাবে মেটানো হবে? এখন সেই চিন্তা সকলকে রীতিমতো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।
শিক্ষকদের অভিযোগ, রোজ ফোন করে কার্যত তাগাদা দিচ্ছে ব্যাঙ্ককর্মীরা। এই প্রসঙ্গে রীতিমতো হাহাকার শোনা গেল জলপাইগুড়ি যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সেলিনা আক্তারের। তিনি বলেন, ‘যোগ্যদের জন্য মুখ্যমন্ত্রীকে কিছু করতেই হবে। আমরা সেই আশায় রয়েছি।’ এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার এই বিষয়েও শিক্ষকদের পাশে দাঁড়ায় কিনা সেদিকে।
সৌভিক মুখার্জী, কলকাতা: একবার কল্পনা করুন তো, আপনাকে ২৭২ কিলোমিটার পথ ট্রেনে পাড়ি জমাতে হবে,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলে স্বপ্নের সময় কাটাচ্ছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। সদ্য ISL…
ভিভো সম্প্রতি ভারতে লঞ্চ করেছে তাদের T সিরিজের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Vivo T3 Ultra।…
সংগীতপ্রেমীদের জন্য সুখবর! জনপ্রিয় ব্র্যান্ড ‘আর্বান’ ভারতে লঞ্চ করল নতুন ওয়্যারলেস হেডফোন URBAN HX30। এটি…
সৌভিক মুখার্জী, কলকাতা: শিয়ালদহ স্টেশন (Sealdah Station), যা দেশের অন্যতম ব্যস্ত এক রেল হাব! প্রতিদিন…
প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেফতার…
This website uses cookies.