বারবার চার্জে বসানোর দিন শেষ! 8,000mAh ব্যাটারির স্মার্টফোন আনছে ওপ্পো, ওয়ানপ্লাস

গত বছর থেকেই স্মার্টফোনের ব্যাটারি ডিপার্টমেন্টে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে বাজেট থেকে শুরু করে মিড-রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ সেগমেন্টের বিভিন্ন মোবাইলে বেশি ক্ষমতার ব্যাটারি ব্যবহার হচ্ছে। নতুন প্রযুক্তির কল্যাণে কোম্পানিগুলি ওজন এবং মাত্রা বৃদ্ধি না করেই ফোনে বেশি ক্ষমতার ব্যাটারি রাখতে সক্ষম হয়েছে। ৬,০০০ এমএএইচ বা ৭,০০০ এমএএইচ সেলের ব্যাটারি এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

একধাপ এগিয়ে চীনের দুই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo ও OnePlus এবার ৮,০০০ এমএএইচ ব্যাটারি প্রযুক্তির পরীক্ষা শুরু করেছে বলে জানা গিয়েছে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে এই খবরটি প্রকাশ করেছেন বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। তিনি স্পষ্টভাবে কোনও ব্র্যান্ডের নাম উল্লেখ না করলেও ‘ওমেগা ল্যাবস'(অনুবাদিত)-এর কথা বলেছেন যা ওপ্পো এবং ওয়ানপ্লাসের প্রতি ইঙ্গিত করছে বলে অনুমান করা হচ্ছে।

READ MORE:  Flipkart Mobile Festival Sale: মাসের শেষে সবচেয়ে বড় সেল, ১৫ হাজার টাকার মধ্যে Realme, Poco সহ জনপ্রিয় ব্র্যান্ডের 5G স্মার্টফোন | 5G Smartphones Under 15000

৮,০০০ এমএএইচ ক্ষমতার সেই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করতে পারে। ডিজিটাল চ্যাট স্টেশন আরও জানিয়েছেন যে, সেই ব্যাটারিতে ১৫ শতাংশ উচ্চ-সিলিকন উপাদান থাকবে, যা দক্ষতা এবং আয়ু বৃদ্ধি করবে। উল্লেখ্য, এই প্রথমবার আমরা এমন খবরের মুখোমুখি হচ্ছি না। গত বছর ডিসেম্বরে বলা হয়েছিল যে ওয়ানপ্লাস ৭,০০০ এমএএইচ ব্যাটারি প্রযুক্তিতে কাজ করছে।

READ MORE:  Vivo V50 Camera: 6000mah ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার অনবদ্য ফোন Vivo V50 দেশে এল | Vivo V50 Launched India

এছাড়াও, রিয়েলমির ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে কাজ করার কথাও ফাঁস হয়েছিল। আবার সম্প্রতি, OnePlus 13 Mini নামে একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোনের ব্যাপারে চর্চা চলছে। এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে। আরও শোনা যাচ্ছে যে চলতি বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হওয়া ওয়ানপ্লাসের ফোনগুলির ব্যাটারি ক্ষমতা ৬,০০০ এমএএইচ থেকে ৭,০০০ এমএএইচ-এর মধ্যে থাকবে। যদিও সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

READ MORE:  ব্যাপক চাহিদা স্মার্টফোনের, দেশের ইলেকট্রনিক্স প্রোডাক্ট রফতানি ছুঁলো ২.৫ লক্ষ কোটি টাকা | First Time Smartphone India Electronics Exports