লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বারেবারে কেওয়াইসি থেকে মুক্তি! বাজেটে ঘোষণা C-KYC’র, কী সুবিধা পাবেন গ্রাহকেরা?

Updated on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ব্যাঙ্কিং ব্যবস্থা হোক বা রেশন সব ক্ষেত্রেই আজকাল কেওয়াইসি বাধ্যতমূলক। নিয়ম মত কেওয়াইসি না করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা রেশন কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে। তবে এবার ২০২৫ সালের বাজেটে নয়া KYC পদ্ধতি চালুর ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভাবছেন সেটা আবার কি? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

নতুন নিয়মে হবে কেওয়াইসি | New KYC announced in Budget

আসলে কেওয়াইসি পক্রিয়ার মাধ্যমে গ্রাহকের থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে তথ্য সুরক্ষার ব্যাপারটা বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। নাহলে KYC এর জন্য দেওয়া তথ্যের অপপ্রয়োগ হতে পারে। এই ঘটনা এড়াতেই এবার নয়া নিয়ম চালু করছে ভারত সরকার। কেন্দ্রের তরফ থেকেই করা হবে সেন্ট্রাল কেওয়াইসি (Central KYC)। সেটা দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে গ্যাসের কানেকশনের মত কাজ হয়ে যাবে। বারে বারে গিয়ে কেওয়াইসি করতে লাগবে না।

আরও পড়ুনঃ হাতে ১৫ দিন সময়, e-KYC না করলে আর মিলবে না ফ্রি রেশন! কড়া বিজ্ঞপ্তি সরকারের

কিভাবে হবে Central KYC?

কেন্দ্রের তরফ থেকে প্রতিটা ব্যক্তির একটি করে KYC করা হবে। সেন্ট্রাল রেজিস্ট্রি অফ সিকিউরিটাইজেশন অ্যাসেট রিকনস্ট্রাকশন অ্যান্ড সিকিউরিটিজ ইন্টারেস্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই KYC পক্রিয়াকরণ করা হবে। এটা একবার করলেই আর ব্যাঙ্ক, রেশন দোকান বা অন্য কোথাও আলাদা করে কেওয়াইসি করার প্রয়োজন হবে না। এর ফলে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ স্মার্টফোন থেকে TV, বাজেটে কোন জিনিস হল সস্তা কার বাড়ল দাম? দেখে নিন তালিকা

গ্রাহকদের জন্য সুবিধা

ডিজিটাল যুগে ডেটা প্রাইভেসিকে গুরুত্ব দিতেই এই নয়া নিয়ম চালু করা হচ্ছে বলে জানা যাচ্ছে। কারণ যত সময় এগোচ্ছে ততই সাইবার ফ্রড থেকে শুরু করে আধার কার্ড ও ওটিপি নেওয়ার মাধ্যমে প্রতারণার ঘটনা সামনে আসছে। এমন্তাবস্থায় বারেবারে KYC করতে হলে ডেটা ব্রিচ হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই গ্রাহকদের জন্য গোটা পক্রিয়া সরলীকরণ করতে ও ডিজিটাল দুনিয়ার সুরক্ষা আরো জোরালো করতে এই নিয়ম লাগু করা হবে।

READ MORE:  বাজেটে বরাদ্দ না বাড়লেও ২.৫৫ লক্ষ কোটি টাকা পেল রেল, কোথায় খরচ হবে? দেখুন হিসেব
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.