বালোচিস্তানে ভয়ঙ্কর হামলা, বিরাট বিস্ফোরণে উড়ল পাক সেনার গাড়ি, মৃত একাধিক
পার্থ সারথি মান্না, কলকাতাঃ আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। আজ অর্থাৎ শুক্রবার বালোচিস্তানের কোয়েটার কাছে মার্গারেট এলাকায় পাক সেনার গাড়ি লক্ষ্য করেই বোমা বিস্ফোরণ। যার ফলে এপর্যন্ত ৭ পাকিস্তানী সেনার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
পাকিস্তানের এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সেনার গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানেই একটি আইইডি রাখা ছিল। সেটিকে নিষ্ক্রিয় করার জন্য গিয়েছিল জওয়ানরা। তখনই বিস্ফোরণ হয় ও তৎক্ষণাৎ ৪ জনের মৃত্যু হয়। মৃতদের নাম যথাক্রমে – সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস, সিপাহী খলিল ও সিপাহী জাহিদ। পাক আর্মি সূত্রে খবর, কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। খোঁজ পাওয়া গেলেই কঠোর শাস্তি দেওয়া হবে।
ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। অবশ্য কিছুদিন আগেও আরেকটি হামলা হয়েচিল। বালোচিস্তানের কাছেই কালাতে হামলা করা হয়, যার ফলে ৩ জনের মৃত্যু হয়। সেই হামলার দায় নেয়নি কোনো জঙ্গি সংগঠন।
বালোচিস্তানের বোমা আক্রমণের ঘটনার পর রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি জানাচ্ছেন, ‘কোয়েটা বিস্ফোরণের তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রাণহানির জন্য সমবেদনা’। একইভাবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
আসলে দীর্ঘদিন ধরেই বলোচিস্তানে বালোচ বিদ্রোহীরা সক্রিয় হয়েছে। কিছুদিন আগেও একটা আস্ত ট্রেন হাইজ্যাকের খবর পাওয়া গিয়েছিল। সেই ট্রেনের যাত্রীদের উদ্ধার করতে গিয়ে বেশ সমস্যার মুখে পড়েছিল পাকিস্তান। শেষমেশ যাত্রীদের উদ্ধার করা গেলেও কিছু পাক-সেনার মৃত্যু হয়।
প্রীতি পোদ্দার, কলকাতা: পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার (Primary Teacher Recruitment Case) শুনানি। কলকাতা…
সোশ্যাল মিডিয়া তারকা অঞ্জলি আরোরা সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে…
প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে দিন যেন ঘনিয়ে আসছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী বুধবার,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খান (Shah Rukh Khan) নাম দুটো একে…
সৌভিক মুখার্জী, কলকাতা: নয়া মাস মানেই নয়া নিয়ম। আর 2025 এর 1 মে থেকে একাধিক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের এ মরসুমের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)…
This website uses cookies.