লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাস চালকও জানেন বিরাট কোহলিকে আউট করার কৌশল, ফাঁস গোপন তথ্য

Updated on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটে হিমাংশু সাঙ্গওয়ান নামটা আলোচনার আড়ালে ছিল বিরাট কোহলি বধ হওয়ার আগে পর্যন্ত। তবে দিল্লি বনাম রেলওয়েজের রঞ্জি ট্রফির ম্যাচ এই ভারতীয় প্রতিভাকে শিরোনামে তুলেছে। নেপথ্যে কিং কোহলির দুঃসাহসিক উইকেট। হ্যাঁ, নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক বিরাট দুর্ঘটনা ঘটিয়েছিলেন হিমাংশু। যার খবর এতদিন প্রায় প্রত্যেকের মুখে মুখে ঘুরছিল।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

রঞ্জির ময়দানকে সাক্ষী রেখে নিজের ক্রিকেট কেরিয়ারে এক অবিস্মরণীয় ঘটনা ঘটিয়েছিলেন হিমাংশু। দিল্লি বিরুদ্ধ ম্যাচে দুরন্ত বল ছুঁড়ে ভারতীয় সুপারস্টার বিরাট কোহলির স্টাম্প উড়িয়েছিলেন তিনি। আর এই ঘটানাই হিমাংশুর সঞ্জয়ের ঝুলিতে একগুচ্ছ পালক পুরে দিয়েছে। তবে 29 বছর বয়সী বোলারের হাতে কোহলি বদ হওয়ার পরই খেলোয়াড়ের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকেই মনে করেছিলেন, হিমাংশুর এই সাফল্যের পিছনে তাঁর ছেলেবেলার কোচদের হাত রয়েছে। এহেন আবহে বিরাটের উইকেট নিয়ে বড়সড় তথ্য ফাঁস করলেন হিমাংশু।

READ MORE:  Champions Trophy 2025: শচীনের পর চ্যাম্পিয়নস ট্রফিতে এবার গেইল, সৌরভের মহা রেকর্ড ভাঙবেন কোহলি | Virat Kohli Will Breaks Sourav Ganguly And Chris Gayle Records

বাস চালকের পরামর্শে বিরাটের উইকেট নিয়েছিলেন হিমাংশু

ভারতীয় সুপারস্টার বিরাট কোহলিকে আউট করা মোটেই সহজ কথা নয়, তাও আবার আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ একজন বোলারের পক্ষে। তবে সেই কাজ ঘরোয়া ক্রিকেটে করে দেখিয়েছেন হিমাংশু। অন্য কোনও ভাবে নয়, ক্লিন বোল্ড করেই বিরাট কোহলিকে মাঠ ছাড়া করেছিলেন তিনি। এবার সেই ঘটনা নিয়েই মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার।

কোহলির উইকেট প্রসঙ্গে হিমাংশু বলেন, আমরা যে বাসে যাতায়াত করতাম, একদিন সেই বাসের ড্রাইভার আমাকে বলেছিলেন চতুর্থ-পঞ্চম স্টাম্প লাইনে বিরাট কোহলিকে বল ছুঁড়তে হবে। এই কাজ করতে পারলে তিনি আউট হবেনই। বাস চালকের কথা শুনে আত্মবিশ্বাসটা আরও খানিকটা বেড়েছিল। সেই থেকে আমি শুধু নিজের লক্ষ্যে ফোকাস করেছিলাম। শেষ পর্যন্ত সাফল্য এসেছে। তবে তা অন্য কারও দুর্বলতায় নয় বরং নিজের ক্ষমতা জাহির করেই।

READ MORE:  India Vs Pakistan: 'কোহলিদের আলিঙ্গন করবে না', ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই পাকিস্তানি ক্রিকেটারদের জন্য ফতোয়া | ICC Champions Trophy 2025

কোহলিকে আউট করার জন্য কোনও বিশেষ পরিকল্পনা ছিল না হিমাংশু

কোহলির উইকেট নিয়ে কথা বলতে বলতেই হিমাংশু বলেন, বিরাট কোহলির জন্য আলাদাভাবে কোনও পরিকল্পনা ছিল না আমার। দলের কোচ বলেছিলেন, দিল্লির খেলোয়াড়রা যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটিং করেন। তাই তাদের রুখতে দক্ষ হাতে বল ছুঁড়তে হবে। আমাদের একটি সুশৃংখল লাইনে বল করতে বলা হয়েছিল। সেই কাজই করেছি, আর তাতেই এসেছে কোহলির উইকেট।

অবশ্যই পড়ুন: মোহনবাগানের ম্যাচ দেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ, সবুজ মেরুন পতাকায় ঢাকল প্রবীণ সমর্থকের দেহ

প্রসঙ্গত, কোহলির ক্ষেত্রে অফস্টাম্প ও তার বাইরের বল অভিশাপসম। এই ধাঁচের বল গুলি, যে ভারতীয় মহতারকার প্রধান দুর্বলতা, তা বর্তমানে বুঝতে বাকি নেই কোনও পেসারেরই। গত বর্ডার গাভাস্কার সিরিজেও বিরাটের এই দুর্বলতার সুযোগ নিয়েই 9 ইনিংসের 8টিতেই তাঁকে বেঁধে ফেলে অস্ট্রেলিয়া। রঞ্জির ম্যাচেও বিরাটকে পরাস্ত করতে একই ফাঁদ পেতেছিলেন হিমাংশু। অফ স্টাম্পের বাইরের বলে আরও কিছুটা গতি যোগ করে বিরাটকে ঘায়েল করেন রেলওয়েজ পেসার।

READ MORE:  Mohun Bagan Vs Bengaluru FC: জয় নিশ্চিত মোহনবাগানের! ফাইনালে ফিরছেন পুরনো সঙ্গী | Manvir Singh Will Play In ISL Final
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.