বিক্রি বাড়াতে লোভনীয় অফার, iPhone 16e এর দামে কেনা যাচ্ছে iPhone 16

আইফোনের উপর মাঝেমাঝেই বিভিন্ন অফার দেওয়া হয়। ফলে কিছুটা সস্তায় কেনা যায় এই প্রিমিয়াম স্মার্টফোনগুলি। এখন যেমন সদ্য লঞ্চ হওয়া iPhone 16 অ্যামাজনে iPhone 16e এর কাছাকাছি দামে পাওয়া যাচ্ছে। তাই যারা ফ্ল্যাগশিপ মডেলটি কিনতে চান তাদের জন্য এটি অনেক বড় সুযোগ। অ্যামাজনের বিশেষ ডিলে iPhone 16 মডেলটি ১১,০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। আসুন এর সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

iPhone 16 এখন ১১ হাজার টাকা সস্তা

আইফোন ১৬‌ মডেলটি ৯ শতাংশ পর্যন্ত কম দামে বিক্রি করছে অ্যামাজন। তাই এটি ৭৯,৯০০ টাকায় লঞ্চ হলেও বর্তমানে ৭,০০০ টাকা ছাড়ে ৭২,৯০০ টাকায় ই-কমার্স সাইটে তালিকাভুক্ত আছে।

READ MORE:  Oppo A5 Pro 4G Launched: সস্তায় ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সহ Oppo A5 Pro (4G) লঞ্চ হল, রয়েছে ৫৮০০mAh ব্যাটারি

এর সাথে রয়েছে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার। এক্ষেত্রে আপনি ৪,০০০ টাকা দাম কমাতে পারবেন, এরফলে মোট ছাড় ১১,০০০ টাকা হয়ে যাবে। উপরন্তু পাবেন এক্সচেঞ্জ অফার।পুরানো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করে ২২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন।

এদিকে আইফোন ১৬‌ এর ১২৮ জিবি মডেলটি ক্রোমায় ৭১,৪৯০ টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ লঞ্চের সময়ের থেকে ৮,৪১০ টাকা কম। আবার আইসিআইসিআই, এসবিআই এবং কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৪,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে, এরপর এর মূল্য কমে দাঁড়াবে ৬৭,৪৯০ টাকায়।

READ MORE:  Vivo V50: Vivo V50 প্রেমদিবসের পরেই আসছে দেশে, 50MP সেলফি ক্যামেরায় তুলবে সেরা ছবি | Vivo V50 India Launch Date

তুলনার খাতিরে জানিয়ে রাখি, iPhone 16e সম্প্রতি ৫৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছে, ফলে দুটি ডিভাইসের মধ্যে দামের পার্থক্য মাত্র ৭,৫৯০ টাকা। তাই অনেকেই iPhone 16 কেনার বিষয়ে আগ্রহ দেখাতে পারেন।

iPhone 16 এর বিশেষ ফিচার

iPhone 16 মডেলে আছে ৬.১-ইঞ্চি ডিসপ্লে যা সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি স্ক্রিন। এটি নতুন এ১৮ প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর উপস্থিত। এই ক্যামেরা সেন্সরটি ম্যাক্রো ফটোগ্রাফিও সাপোর্ট করে। এছাড়াও এই মডেলে রয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর। অ্যাপলের নতুন ক্যামেরা সেটআপ কম আলোতে ২.৬ গুণ বেশি আলো ক্যাপচার করে বলে দাবি করা হয়েছে, যা ছবির গুণমানকে ভালো করে তোলে।

READ MORE:  Foldable iPhone Display: আইপ্যাডের মতো ডিসপ্লে থাকবে Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনে | Apple Foldable iPhone Design

Scroll to Top