সৌভিক মুখার্জী, কলকাতা: বেকার যুবক-যুবতীদের জন্য দারুণ সুখবর। আপনি যদি কোন শীর্ষস্থানীয় ফিনটেক কোম্পানির সঙ্গে কাজ করতে চান, তাহলে সেই সুযোগ এনে দিয়েছে Paisabazaar। এই সংস্থার তরফ থেকে প্রচুর শূন্যপদে মানবসম্পদ বিভাগে ইন্টার্নশিপ ট্রেনিং (Paisabazaar Internship 2025) এর জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এই ট্রেনিং নিলে মাসে ২০ হাজার টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হবে বলে জানানো হয়েছে। এমনকি এখান থেকে পাওয়া সার্টিফিকেট ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে সহায়ক হবে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কিন্তু কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কী কী দায়িত্ব পালন করতে হবে, কী কী যোগ্যতা লাগবে, কোথায় ট্রেনিংটি হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Paisabazaar সম্পর্কে | Paisabazaar Internship 2025 |
Paisabazaar হল ভারতের সবথেকে শীর্ষ কনজিউমার ক্রেডিট মার্কেটপ্লেস। Paisabazaar-র বর্তমানে ৫১.৪ শতাংশ শেয়ার রয়েছে। ২০২০ অর্থবছরের শেয়ারড ডিসবার্সমেন্টের ভিত্তিতে তারা বাজারের সবথেকে শীর্ষস্থানীয় কোম্পানি। আর এই কোম্পানির ৫৪টি বড় ব্যাঙ্ক, এনবিএফসি সংস্থা এবং ফিনটেক লেন্ডারের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং এর আয়োজন করা হয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কী কী দায়িত্ব পালন করতে হবে?
Paisabazaar-র এই ইন্টার্নশিপ ট্রেনিং নিতে গেলে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল-
- আইটি পজিশনের জন্য আবেদনকারীদের খুঁজতে হবে এবং মূল্যায়ন করতে হবে।
- অ্যাসেসমেন্ট এবং ইন্টারভিউ সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করতে হবে।
- ক্যান্ডিডেট ডেটাবেস হালনাগাদ এবং রক্ষণাবেক্ষণ করতে হবে।
- ট্যালেন্ট অ্যাকুইজিশন টিমের সঙ্গে সহায়তা করতে হবে।
- রিক্রুটমেন্টের জন্য উদ্যোগ এবং কৌশল তৈরি করতে হবে।
ইন্টার্নশিপের স্থান
যারা এই ইন্টার্নশিপ ট্রেনিংটি নেবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ট্রেনিংটি ভারতের গুরগাওতে অনুষ্ঠিত হবে।
ইন্টার্নশিপের মেয়াদ
এই ইন্টার্নশিপ ট্রেনিংটিম মেয়াদ হবে 6 মাস। তবে ট্রেনিং চলাকালীন প্রার্থীদের অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে।
স্টাইপেন্ড এবং অন্যান্য সুবিধা
প্রথমত যারা এই ইন্টার্নশিপ ট্রেনিংয়ে নিযুক্ত হবে, তাদেরকে প্রতি মাসে ২০ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। সাথে ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র প্রদান করা হবে, যেগুলি ভবিষ্যতে চাকরি আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
কীভাবে আবেদন করবেন?
যারা এই ইন্টার্নশিপে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।