বিয়ের পর হানিমুন করতে গিয়েই বিপত্তি! ট্রেনে ওঠার আগেই বয়ফ্রেন্ডের সঙ্গে পালাল নতুন বউ
প্রীতি পোদ্দার, পাটনা: পৌষ ফাল্গুন মাস মানেই বিয়ের মরশুম। এই সময় অনেক ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান পালন হয়েছে বেশ কয়েক জায়গায়। আর এই আবহে এক ভয়ংকর ঘটনা ঘটল বিয়ের অনুষ্ঠানে (Bihar)। বউভাত, ফুলশয্যা- সবই মেটার পর হানিমুনে যাওয়ার পথেই ঘটল বড় বিপত্তি। ট্রেনে উঠতে গিয়ে হারিয়ে গেল স্ত্রী। শেষে জানা গেল স্ত্রী তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল।
জানা গিয়েছে চলতি বছরের গত ২১ ফেব্রুয়ারি বিহারের সীতামারহি জেলার বাসিন্দা অমিত কুমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেওহর জেলার বাসিন্দা খুশবু কুমারীর সঙ্গে। খুব ধুমধাম করে দুই বাড়ির আনন্দ, ভালোবাসা এবং আশীর্বাদে এই বিয়ে সুসম্পন্ন হয়। নিয়ম অনুযায়ী বৌভাতের অনুষ্ঠান, ফুলশয্যা- সবই হয়। কিন্তু এই সময় নব বিবাহিত দম্পতির জীবনে এক ভয়ংকর কাণ্ড ঘটে যায়। হানিমুন করতে গিয়ে স্বামী ব্যাপক ফ্যাসাতে ফেঁসে যায়।
বিয়ের ৩ দিন পরে গত ২৪ ফেব্রুয়ারি হানিমুনে যাওয়ার জন্য বিহারের মুজাফ্ফরপুর রেলওয়ে জংশনে আসেন স্ত্রীকে নিয়ে। কিন্তু ট্রেনে ওঠার পরই হঠাৎ দেখতে পান যে তাঁর স্ত্রী নিখোঁজ। এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। এরপর ট্রেন ছেড়ে দিলেও, স্ত্রীকে কোথাও না পেয়ে ওই যুবকও ট্রেন থেকে নেমে পড়েন এবং মুজাফ্ফরপুর স্টেশন তন্নতন্ন করে খোঁজেন। সেই সময় এক মুহূর্তের জন্য তাঁর মনে সন্দেহ হয়েছিল যে কিছু গণ্ডগোল রয়েছে। শেষ পর্যন্ত জানা যায় স্ত্রী স্টেশন থেকে হারিয়ে যায়নি, বরং পরিকল্পনা করে স্বামীকে ঠকিয়ে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে।
স্ত্রীর এই কর্মকাণ্ডে তদন্ত করতে গত ১ মার্চ মুজাফফরপুর থানায় মামলা দায়ের করেন যুবক। অভিযোগে তিনি বলেন, তাঁর স্ত্রী হঠাৎ করে পালিয়ে যাননি, আগে থেকেই তাদের পরিকল্পনা করা হয়েছে। এমনকি স্ত্রী এর বিরুদ্ধে টাকা এবং গয়না চুরির অভিযোগ ওঠে। তিনি জানান, ” বিয়ের সময় পাওয়া ১০ থেকে ১২ হাজার টাকা এবং ৫০-৬০ হাজার টাকার গয়না নিয়ে পালিয়ে গিয়েছে স্ত্রী।” অভিযোগের সূত্রে এবার তদন্তে নেমেছে পুলিশ।
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
This website uses cookies.