Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি কোম্পানির। এদিন, এই ফোনের পেটেন্ট জমা দিল কোম্পানি। আজকাল বাজারে ভাঁজ করা যায় এমন স্মার্টফোনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্রেতাদের কাছে এটি একপ্রকার নতুন হওয়ায় বিক্রিও বাড়ছে হু হু করে। ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে এই প্রযুক্তির এক পা এগিয়ে রাখতে পারে Samsung।
পেটেন্ট মারফত জানা গিয়েছে, স্যামসাং ফোল্ডেবল ফোনের (Samsung Foldable Phone) নতুন ডিজাইনে ভিতরে এবং বাইরে উভয় দিকেই ভাঁজ করা যায়। এর অর্থ হল আলাদা কভার স্ক্রিনের প্রয়োজন হবে না। কারণ ভাঁজ করার সময় ফোনের ডিসপ্লে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এছাড়াও, ডিজাইনে ক্যামেরার নীচে বাইরের দিকে একটি ছোট উন্মুক্ত স্ট্রিপ অন্তর্ভুক্ত রয়েছে। যাতে ব্যবহারকারীরা ফোনটি ভাঁজ করার পরেও নোটিফিকেশন দেখতে পারবেন।
যদিও এই ডিজাইনটি সম্পূর্ণ নতুন নয়। স্যামসাং ইতিমধ্যেই ২০২৩ সালে “ফ্লেক্স ইন অ্যান্ড আউট” নামে একটি অনুরূপ ডিজাইন এনেছিল। তবে, বর্তমান ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন কবে জনসাধারণের জন্য উপলব্ধ করা হবে সে সম্পর্কে কোনও আপডেট পাওয়া যায়নি।
প্রসঙ্গত, কিছু ব্র্যান্ড, যেমন – Huawei, এমন ফোল্ডেবল ফোন তৈরি করেছে, যা বাইরের দিকে ভাঁজ করা যায়। তবে, এই ডিজাইনের একটি বড় অসুবিধা রয়েছে। সেটি হল স্ক্রিনটি সর্বদা উন্মুক্ত থাকে, যার ফলে ক্ষতি হতে পারে ফোনের। যদি Samsung এই ৩৬০ ডিগ্রি ফোল্ডেবল ফোনটি বাজারে আনে, তাহলে এটি আরও টেকসই এবং ব্যবহারিক ফোল্ডেবল ডিভাইস তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
আপাতত এই ফোনের জন্য অপেক্ষা ছাড়া আর কোনও উপায় নেই ফ্যানদের। এটি লঞ্চ হলে ভারতে তা প্রকাশ করা হবে কিনা সেটিও দেখার বিষয়।