বিরাট জালিয়াতির পর্দাফাঁস! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হানা ED-র
প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেফতার হওয়ার পর থেকেই তদন্তকারীদের নজরে এসেছে তাঁদের জাল পাসপোর্টগুলি (Fake Passport Case)। মোটা টাকার বিনিময়ে সীমান্ত এলাকাগুলিতে ভুয়ো নথি ব্যবহার করে বানানো এই পাসপোর্টগুলির মূল উৎস এবং যেসব এজেন্টরা এই কাজ করতেন, তাঁদেরকে মূলত স্ক্যানারের আওতায় নিয়ে আসা। তার জন্য উঠে পড়ে লেগেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। তাই তো আজ নববর্ষের দিনেও সেই দুর্নীতির আখড়ার তদন্ত করতে ময়দানে নেমেছে গোয়েন্দা সংস্থা।
সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার, নববর্ষের সকালে রাজ্যের একাধিক জায়গায় চলছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চালানো শুরু করেছে। বিরাটি, বেকবাগান-সহ কলকাতা তথা রাজ্যের মোট ৮টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে তল্লাশি অভিযানে নামে তারা। পুরোদমে শুরু হল তল্লাশি অভিযান।
কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা, নদিয়ার গেদে সহ প্রায় ৮ থেকে ৯টি জায়গা চলছে তল্লাশি। অনুপ্রবেশকারীদেরকে জাল পাসপোর্ট তৈরি করে, এরকম বেশ কিছু এজেন্টের বাড়িতেও চলছে তল্লাশি অভিযান চালাচ্ছে অভিযান। সূত্রের খবর, এই ভুয়ো পাসপোর্ট মামলায় আন্তর্জাতিক সংস্থার যোগ রয়েছে বলেও মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পাশাপাশি, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির খবর পেয়েছে তাঁরা।
গত বছরের শেষে ভুয়ো নথি দাখিল করে পাসপোর্ট তৈরির বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। আঞ্চলিক পাসপোর্ট অফিসের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে প্রাথমিক ভাবে পাসপোর্ট তৈরির একটি চক্রের কথা জানতে পারে কলকাতা পুলিশ। সেই সময় পাসপোর্ট কাণ্ডে চার্জশিট জমা দিল লালবাজারের গোয়েন্দা দফতর। ১৩০ পাতার চার্জশিটে বলা হয়েছে, অভিযুক্ত ১৩০ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি। তাঁদের সকলকেই পলাতক বলে উল্লেখ করা হয়েছে। একে একে গ্রেফতার হন দশ জন। তাঁদের মধ্যে এক জন প্রাক্তন পুলিশ আধিকারিক এবং ডাক বিভাগের দু’জন কর্মীও রয়েছেন।
প্রসঙ্গত, গত বছর ২৭ সেপ্টেম্বর ভবানীপুর থানায় প্রথম জাল পাসপোর্টের অভিযোগটি দায়ের হয়েছিল। তখনঅভিযুক্ত হিসেবে উঠে এসেছিল মোট ৩৭ জনের নাম। এই চক্রের বিরুদ্ধে অভিযোগ, আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়ো নথি জমা দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করাতেন তাঁরা। এর পরেই বিশেষ দল গঠন করে শুরু হয় তদন্ত। পরবর্তীতে এই মামলার তদন্তভার কলকাতা পুলিশের পাশাপাশি চলে যায় ইডির কাঁধে। আর তাতেই একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
সহেলি মিত্র, কলকাতাঃ একের পর এক অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের দৌলতে নতুন করে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি।…
মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে সম্প্রতি ভারতে এসেছে Motorola Edge 60 Fusion। কয়েকদিন আগে ছিল এর প্রথম…
Asus ভারতের বাজারে তাদের নতুন ল্যাপটপ সিরিজ ExpertBook P লঞ্চ করল। এই নতুন লাইনআপের অধীনে…
জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম PhonePe তাদের ব্যবহারকারীদের জন্য UPI Circle ফিচার নিয়ে এল। এই ফিচার…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ই এপ্রিল, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
আইকো গত সপ্তাহে ভারতের বাজারে iQOO Z10 5G ফোনটি লঞ্চ করেছে। এটি ৭৩০০ এমএএইচ ব্যাটারির…
This website uses cookies.