বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় আমেরিকা, ভারতকে টেক্কা পাকিস্তানের! রইল তালিকা
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির (Safest Countries) তালিকায় আমেরিকার থেকেও এগিয়ে পাকিস্তান। হ্যাঁ, সম্প্রতি প্রকাশ্যে আসা Numbeo-র 2025 সালের নিরাপত্তা সূচক অনুযায়ী, নিরাপদ দেশগুলির তালিকায়, ডোনাল্ড ট্রাম্পের দেশকেও টেক্কা দিয়েছে পাকিস্তান। এবারের নিরাপত্তা রিপোর্ট অনুযায়ী, ফের বিশ্বের নিরাপদ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করেছে আরব আমিরাত। বর্তমানে 84.5 স্কোর নিয়ে গতবারের অবস্থান বজায় রেখেছে আরব। ভারতের স্থান কততে? পাকিস্তানের থেকেও কি পিছিয়ে ভারত?
Numbeo-র রিপোর্ট অনুযায়ী, বিশ্বের 147টি দেশের ওপর সমীক্ষা চালিয়ে যে রিপোর্ট এসেছে তা সত্যিই অবাক করে দেওয়ার মতো। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মূলত অপরাধের মাত্রা, দিন ও রাতের নিরাপত্তা, চুরি, রাহাজানি, সন্ত্রাসী হামলা ও জনসাধারণের সুরক্ষার ওপর নির্ভর করে একটি বিশেষ সমীক্ষা চালিয়েছিল Numbeo।
নিরাপত্তা ছাড়াও, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দেশগুলির ওপরও বৈষম্য ও সম্পত্তি সংক্রান্ত অপরাধের সমীক্ষা চালানো হয়। আর সেই ভিত্তিতেই বিশ্বের সবচেয়ে অপরাধী, কম অপরাধী এবং নিরাপরাধ দেশগুলিকে তালিকাভুক্ত করেছে Numbeo।
রিপোর্ট বলছে, বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে 84.7 রেটিং পেয়েছে ইউরোপের আন্দোরা। হ্যাঁ, এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। মূলত নিরাপরাধ বা নামমাত্র অপরাধের ভিত্তিতে এই দেশটিকে রেটিং করেছে Numbeo।
বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে ইউরোপের আন্দোরাকে সর্বোচ্চ পয়েন্ট দিয়ে আরব আমিরাতকে দ্বিতীয় স্থানে জায়গা দিয়েছে Numbeo। জানা যাচ্ছে, 84.5 স্কোর নিয়ে ফের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে আরব। তালিকার তৃতীয় স্থানে রয়েছে, কাতার, এই দেশটির স্কোর 84.2।
এছাড়াও, তালিকার চতুর্থ স্থানে রয়েছে, তাইওয়ান(82.9), পঞ্চম স্থানে রয়েছে ওমান(81.7), ইসলে অফ ম্যান(79) তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে, সপ্তম স্থানে রয়েছে চিনের হংকং শহর(78.5), অষ্টম স্থানে আর্মেনিয়া(77.9), নবম এবং দশম স্থানে যথাক্রমে সিঙ্গাপুর ও জাপান।
2025 নিরাপত্তা সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় আমেরিকার স্থান 89 নম্বরে। হ্যাঁ, বিশ্বের প্রায় সবচেয়ে ধনী দেশ হয়েও নিরাপদ নয় আমেরিকা! জানলে অবাক হবেন, Numbeo-র তালিকায় আমেরিকার থেকেও বেশ কয়েক ধাপ এগিয়ে পাকিস্তান। জানা যাচ্ছে, পৃথিবীর নিরাপদ দেশ হিসেবে 65 নম্বরে জায়গা হয়েছে পাকিস্তানের। এছাড়াও, চলমান সংঘাত সত্ত্বেও ফিলিস্তিনের অবস্থান 61 নম্বরে। পাশাপাশি ইউক্রেনের মতো সংঘর্ষপূর্ণ দেশের অবস্থান তালিকার 80 নম্বরে।
অবশ্যই পড়ুন: গুটিয়ে গেল সব ঔদ্ধত্য! ভারতকে হারাতে না পেরে লন্ডনে ফিরে যাচ্ছেন হামজা
Numbeo-র নিরাপত্তা রিপোর্ট বলছে, এবারের মতো বিশ্বের অনিরাপদ দেশগুলির তালিকায় ঠাঁই হয়েছে প্রতিবেশী বাংলাদেশের। রিপোর্ট বলছে, বিশ্বের অনিরাপদ দেশগুলির তালিকায় 22 নম্বর রয়েছে বাংলাদেশ। একইভাবে, নিরাপত্তার দিক থেকে 147টি দেশের তালিকায় 125 নম্বরে ইউনূসের দেশ। তবে জানলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির তালিকায় পাকিস্তানের থেকে এক ধাপ পিছিয়ে ভারত। নিরাপদ দেশ হিসেবে ভারতের অবস্থান 65 নম্বরে। যা সত্যি অবাক করার মতোই।
Vivo X200 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলে আত্মপ্রকাশ করতে চলেছে। এই দুর্ধর্ষ ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে ঘিরে…
বিগত কয়েক বছরে প্রযুক্তির খেলায় মেতে উঠেছে পুরো বিশ্ব। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ভারত সহ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি দেখে কার্যত মাথায় হাত পড়েছে পাকিস্তানের! প্রতি মুহূর্তে…
সৌভিক মুখার্জী, কলকাতা: এই বসন্তের মরসুমে ভ্যাঁপসা গরমে নাজেহাল গোটা দেশবাসী। প্রচন্ড গরমে এসির হওয়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে বাজেট ফ্রেন্ডলি বাইকের মধ্যে Honda Shine 100 এখন ক্রেতাদের মন…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবছরের ১লা এপ্রিল থেকে শুরু হয় নতুন অর্থবর্ষ। আর তার সঙ্গে আসে…
This website uses cookies.