বিহারের ভুয়ো বার্থ সার্টিফিকেটে বাংলায় দুর্নীতি, পুলিশের নজরে দক্ষিণবঙ্গের ২ জেলা
প্রীতি পোদ্দার, কলকাতা: বেশ কয়েক মাস আগে ভুয়ো বার্থ সার্টিফিকেট (Fake Birth Certificates) কাণ্ডে রাজ্যে এক বড় রকমের দুর্নীতি প্রকাশ্যে এসেছিল। যা নিয়ে কলকাতা পুলিশ জোরকদমে তদন্তে নেমেছিল। কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। আর সেই তথ্যগুলিকে এবার তদন্তের গুটি হিসেবে ধরে এক বড় বিস্ফোরক তথ্য তুলে ধরল কলকাতা গোয়েন্দা পুলিশ।
কয়েক দিন আগে কলকাতা পুলিশের পাসপোর্ট বিভাগে ৭ জন আবেদনকারীর নথি যাচাই করার কাজ চলছিল। এমন সময় ভুয়ো জন্ম শংসাপত্রের বিষয়টি সামনে উঠে আসে। শুরু হয় অদন্ত। দেখা যায় হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা-সহ কলকাতার আশপাশে অন্তত পাঁচটি জায়গা থেকে এই ভুয়ো জন্ম শংসাপত্র জমা দিয়ে পাসপোর্টের আবেদন জানানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল ওই শংসাপত্রগুলি সুদূর বিহার থেকেই তৈরি করানো হয়েছিল বলে জোর জল্পনা করছে কলকাতা পুলিশ। আর তাই এই ধারণা ঠিক কতটা সত্যি তা জানতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের টিম বিহারে গিয়ে তল্লাশি চালানোর পরিকল্পনা করেছে।
এদিকে সম্প্রতি পাসপোর্ট চক্রের সন্ধানে নেমে গোয়েন্দারা লক্ষ্মণ ভারতী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেন। ওই ব্যক্তিটি পাসপোর্ট তৈরির জন্য জন্ম শংসাপত্র জমা দিয়েছিল। এবং সে কলকাতার বাসিন্দা তা প্রমাণ করার জন্য ভুয়ো জন্ম শংসাপত্র জানায়। কিন্তু নথি যাচাইয়ের সময় পুলিশের হাতে ধরা পড়ে যায়। শেষে লক্ষ্মণ নিজের মুখে স্বীকার করে যে সে আসলে বিহার থেকে কলকাতার ভুয়ো জন্ম শংসাপত্র জোগার করেছিল। সে আরও বলেন যে তাঁর এক আত্মীয় বিহার থেকে মোটা টাকার বিনিময়ে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করিয়ে দিয়েছিল। আর তাতেই প্রশ্ন উঠছে তবে কি এই জাল জন্ম শংসাপত্রের আঁতুড়ঘর বিহারে অবস্থিত।
তবে কলকাতা পুলিশ গোয়েন্দাদের নজরে শুধু বিহার নজরে নেই, তার সঙ্গে পাসপোর্ট কেন্দ্রের বাইরে যে দালালরা কাজ করেন, তাদের একাংশ এই চক্রের সঙ্গে জড়িত বলে মনে করছে পুলিশের অনুমান। বেশ কয়েকটি পুরসভা, পঞ্চায়েত ও নির্বাচন কমিশনের শাখা অফিসে একাধিক পরিচয় পত্র সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়েছে। এদিকে পাসপোর্ট জালিয়াতির তদন্তে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া পরিচয় পত্র, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড সঠিক কি না, তা যাচাইয়ের কাজ চালাচ্ছে কলকাতা পুলিশ।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
This website uses cookies.