বেকারদের জন্য সুখবর, দুয়ারে সরকার ক্যাম্পে মিলছে সরাসরি চাকরির সুযোগ

নতুন বছর শুরুর সঙ্গেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে এসেছে বড় সুখবর। চলতি বছরের ২৪শে জানুয়ারি থেকে শুরু হয়েছে এই ক্যাম্প, যা চলবে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এই ক্যাম্পের মাধ্যমে সরকারি চাকরি প্রদানের বিশেষ উদ্যোগ নিয়েছে আরামবাগ মহকুমা।

চাকরির নিয়োগপত্র বিতরণ

বিভিন্ন জেলার বেকারত্ব নিয়ে অভিযোগ থাকলেও, দুয়ারে সরকার ক্যাম্প* ইতোমধ্যেই বেশ কয়েকজন যোগ্য প্রার্থীর হাতে চাকরির নিয়োগপত্র বা জয়েনিং লেটার তুলে দিয়েছে।

আরামবাগের এই বিশেষ দুয়ারে সরকার ক্যাম্প থেকে সাতজন চাকরিপ্রার্থী সরাসরি কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে পুরুষ ও মহিলা উভয়ই রয়েছেন। এই প্রথমবার আরামবাগ মহকুমার এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে সুনির্দিষ্টভাবে চাকরি প্রদান করা হচ্ছে।

READ MORE:  টাল সামলাতে পারলেন না, ঘাড়ে পড়ল ২৭০ কেজির রড! প্রয়াত সোনা জয়ী ভরোত্তোলক

এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে নিয়োগ

এই বিশেষ দিনে আরামবাগের দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ইন্দ্রানী সেনগুপ্ত এবং আরামবাগের SDO রবি কুমার মিনা। তারা নিজেদের হাতে সাতজন চাকরিপ্রার্থীর হাতে জয়েনিং লেটার তুলে দেন।

এই সাতজনের মধ্যে অনেকে নামিদামি কোম্পানির সম্মানজনক পদে চাকরি পেয়েছেন, যার মধ্যে একজন মহিলা চাকরিপ্রার্থীও রয়েছেন।

READ MORE:  Mount Everest Height: ১৫০ মিটার বেঁটে হল এভারেস্ট, বিজ্ঞানীদের গবেষণায় চিন্তা বাড়ল ভারতের | Mount Everest Height Reduce

চাকরি পাওয়ার প্রক্রিয়া

চাকরি পেতে হলে প্রথমে চাকরিপ্রার্থীদের এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইনে নাম নিবন্ধন করতে হয়। এরপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই করা হয় এবং চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হয়।

নতুন চাকরি পাওয়ার পর অনেক প্রার্থী জানিয়েছেন যে, তারা জুনিয়র অফিসার হিসেবে কাজে যোগ দিতে চলেছেন। জয়েনিং লেটার পাওয়ার পর তারা অত্যন্ত খুশি।

দুয়ারে সরকার ক্যাম্পের উদ্দেশ্য

রাজ্য সরকারের এই বিশেষ ক্যাম্পের মূল লক্ষ্য বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। গত কয়েক বছরে শিক্ষক সংকটের কারণে অনেক স্কুল বন্ধের পথে চলে গিয়েছিল এবং কর্মসংস্থানের অভাব প্রকট হয়েছিল। সেই সমস্যার সমাধান করতেই*দুয়ারে সরকার ক্যাম্পে এক অভিনব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

READ MORE:  পুণ্য লাভের মাঝেই চলছে দেদার নোংরামি! চড়া দামে বিকোচ্ছে মহিলাদের স্নান, পোশাক বদলের ভিডিও

এভাবে রাজ্য সরকার প্রমাণ করেছে যে, তারা জনগণের কাছে উন্নয়নমূলক সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট। সরকারের এই ক্যাম্পের মাধ্যমে চাকরির সুযোগ প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।

Scroll to Top