বেকারদের ৬০ হাজার টাকা সহ চাকরি দিচ্ছে সরকার, এভাবে আবেদন করুন

দেশের শিক্ষার্থী এবং বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ নিয়ে আসলো কেন্দ্র সরকার। যারা ইন্টার্নশিপ করতে চান তাদের জন্য প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের দ্বিতীয় রাউন্ড শুরু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রক সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য দিয়েছেন। এটি একটি সুবর্ণ সুযোগ, যা অনেকের কর্মসংস্থানের পথ খুলে দেবে। 

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের মূল লক্ষ্য কী?

দেশের তরুণ প্রজন্মকে দক্ষ গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই এই ট্রেনিং-এর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের আয়তায় ২১ থেকে ২৪ বছর বয়সী যুবকরা বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানিতে ট্রেনিং করার সুযোগ পায়। তবে শর্ত একটাই- তারা যেন পূর্ণকালীন একাডেমিক প্রোগ্রামে না থাকে, কিংবা বর্তমানে কোনরকম চাকরির সঙ্গে যুক্ত না থাকে। 

READ MORE:  অফিসে না গিয়ে বাড়িতে বসেই PF-এর টাকা তুলুন, UMANG অ্যাপ থাকলেই হবে

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪ সালের বাজেটের বক্তৃতায় এই প্রকল্পের ঘোষণা করেছিল। এই প্রকল্পের মূল লক্ষ্য তরুণদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে দেওয়া এবং তাদের সঠিক দক্ষতার বিকাশ ঘটানো।

প্রথম রাউন্ডে সাফল্য

প্রথম দফায় ৩রা অক্টোবর, ২০২৪-এ এই প্রকল্প চালু করা হয়েছিল এবং এতে প্রায় ৬ লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল। আবেদন প্রক্রিয়া শেষ হয় ১৫ই নভেম্বর, ২০২৪। এত বড় সাড়া পাওয়ার পর সরকার দ্বিতীয় রাউন্ডের জন্য পুনরায় আবেদন প্রক্রিয়া শুরু করেছে।

READ MORE:  Inflation: আজকের ১ কোটি টাকা ১০ বছর পর কত হবে? হিসাব দেখলে চমকে উঠবেন 1 Crore Rupee Value After 10 Year

কত টাকা মিলবে? 

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অধীনে নির্বাচিত ইন্টার্নদের প্রতি মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়। অর্থাৎ ১২ মাসের ইন্টার্নশিপ শেষে তারা মোট ৬০,০০০/- টাকা স্টাইপেন্ড পাবে। এছাড়াও ইন্টার্নশিপ শেষ হওয়ার পর এককালীন ৬০০০ টাকা অনুদান দেওয়া হবে। 

সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, পুরো প্রকল্পের জন্য মোট ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ইন্টার্নশিপের আওতায় ৫০০ এর বেশি শীর্ষ কোম্পানিতে ইন্টার্নশিপ ট্রেনিং নেওয়ার সুযোগ পাওয়া যাবে।

READ MORE:  Gold Silver Price Today: অনেকটাই বাড়ল দাম, আজ বাজারে সোনা রুপোর দর কত? | Todays Gold And Silver Price

কীভাবে আবেদন করবেন?

এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম pminternship.mca.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর “রেজিস্টার নাও” অপশনে ক্লিক করুন। 
  • এবার আপনার মোবাইল নাম্বার ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। 
  • এরপর নিজের প্রোফাইল তৈরি করুন ও পছন্দের তিনটি ইন্টার্নশিপের জন্য আবেদন করুন।

তবে মনে রাখবেন, এই ইন্টার্নশিপে আবেদন করার শেষ তারিখ ১২ই মার্চ, ২০২৫। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সেরে ফেলুন। 

Scroll to Top