বেসরকারি স্কুলে কমবে বেতন, বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার
প্রীতি পোদ্দার, কলকাতা: বেশ কয়েক মাস ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন বৃদ্ধি নিয়ে মাঝেমধ্যেই অভিভাবকদের মধ্যে নানা ধরনের অভিযোগ এবং বিক্ষোভ প্রকাশ্যে উঠে আসছে। মাত্রাছাড়া ছাত্র ছাত্রীদের ভর্তির ফি রীতিমত চিন্তা বাড়াচ্ছে অভিভাবকদের। তাই এবার রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে লাগামহীন বেতন (Private Schools Fees) বৃদ্ধি রুখতে এক বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। তাই এই আবহে একটি আইন চালু করার পথে এগোচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সূত্রের খবর, গত মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বেসরকারি স্কুলে লাগামহীন বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। আসলে এদিন বেসরকারি স্কুলের ব্যয় বৃদ্ধি নিয়ে রাজ্য বিধানসভার অধিবেশনে প্রশ্ন করেছিলেন বাঁকুড়া জেলার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। এমনকি এও প্রশ্ন তোলা হয় যে এই ব্যাপারে রাজ্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বেসরকারি বিদ্যালয়গুলিতে একের পর এক অভিযোগের কথা মেনে নেন। তিনি জানান, বেসরকারি বিদ্যালয়ে বেতন বৃদ্ধি, তা নিয়ে অভিভাবকদের উপর চাপ, বিদ্যালয়ের কাচ ভেঙে পড়ার মতো নানা অভিযোগ সরকারের কাছে পৌঁছেছে। তাই এবার এগুলি বন্ধ করতে একটি কমিশন গঠন করার পথে এগোচ্ছে রাজ্য সরকার।
২০২৩ সালের আগস্ট মাসে ‘ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন’ গঠনের জন্য নীতিগত অনুমোদন দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। আর এই কমিশন নিয়ে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, কমিশনে মোট ১১ জন সদস্য থাকবেন, যার মধ্যে প্রধান হবেন এক জন অবসরপ্রাপ্ত বিচারপতি। এবং বাকি সদস্যদের মধ্যে থাকবেন স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদের সভাপতি, শিক্ষামন্ত্রী মনোনীত দু’জন শিক্ষাবিদ। পাশাপাশি CBSE এবং ICSE বোর্ডের প্রতিনিধিরাও থাকবেন বেসরকারি স্কুলে বেতন বৃদ্ধি নিয়ন্ত্রণের এই কমিশনে। বিভিন্ন বেসরকারি স্কুলের বেতন সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখাই এই কমিশনের কাজ।
আসলে এই কমিশন গঠনের মূল উদ্দেশ্য হল বেসরকারি স্কুলগুলির অতিরিক্ত বেতন নেওয়া আটকানো এবং বেতন সংক্রান্ত অন্য অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি করা। এছাড়াও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরবর্তী সময়ে বেসরকারি স্কুলগুলিতে বেতন বৃদ্ধির উপর নিয়ন্ত্রণ রাখার জন্য একটি কড়া আইনও চালু করবেন বলে জানা গিয়েছে। তার জন্য এবার খুব জলদি রাজ্য বিধানসভায় একটি বিল পেশ করবে সরকার।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.