বেসরকারি হাতে যাচ্ছে দেশের একাধিক বিমানবন্দর, তালিকায় বড়বড় নাম
শ্বেতা মিত্র, কলকাতা: দেশের বহু বিমানবন্দর নিয়ে এবার বড় পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। দেশের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ভারত ১৩টি বিমানবন্দরের বেসরকারিকরণের প্রক্রিয়া পুনরায় শুরু করল কেন্দ্র। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন যে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক ১৩টি বিমানবন্দরের বেসরকারিকরণের বিষয়ে বিষয়ে একটি নোট প্রচার করেছে।
সরকার ২০২৬ অর্থবছরের শেষের দিকে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে বলে খবর। ১ ফেব্রুয়ারি বাজেট পেশের সময়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন যে, জাতীয় মুদ্রাকরণ পরিকল্পনার দ্বিতীয় কিস্তি হিসেবে আগামী পাঁচ বছরে ১০ লক্ষ কোটি টাকার সম্পদ মুদ্রাকৃত করা হবে। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ২৫টি বিমানবন্দরকে সম্পদের মুদ্রাকরণের জন্য নির্ধারণ করেছে কেন্দ্র । ২০২১ সালে বিজেপি সরকারের অধীনে বিমানবন্দর বেসরকারিকরণের দ্বিতীয় দফার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) বোর্ড ১৩টি বিমানবন্দরের নাম অনুমোদন করেছিল।
এরপর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক একটি মন্ত্রিসভা নোট তৈরি করেছিল। তবে, রায়পুর এবং ইন্দোর বিমানবন্দরের বেসরকারিকরণের বিরুদ্ধে মধ্যপ্রদেশ সরকার আপত্তি জানানোয় তালিকাটি ১১টিতে নামিয়ে আনা হয়। প্রথমবারের মতো, সরকার বেসরকারীকরণ প্রক্রিয়ার জন্য সাতটি ছোট বিমানবন্দরকে ছয়টি বড় বিমানবন্দরের সাথে একত্রিত করেছে। এরপর বারাণসীকে কুশিনগর ও গয়ার সাথে সংযুক্ত করা হয়েছে; অমৃতসরকে কাংড়ার সাথে; ভুবনেশ্বরকে তিরুপতির সাথে, রায়পুরকে আওরঙ্গবাদের সাথে, ইন্দোরকে জবলপুরের সাথে এবং তিরুচিরাপল্লীকে হুবলির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
লাভজনক বিমানবন্দরগুলিকে বেসরকারীকরণের নীতি AAI-কে অর্থনৈতিকভাবে অযোগ্য বিমানবন্দরগুলির সাথে জড়িত করছে এবং এই ক্ষেত্রে একচেটিয়া মনোভাব গড়ে তুলছে বলে সমালোচনার মুখে পড়ার পর পূর্ববর্তী NDA সরকার এই পদক্ষেপ নেয়।
আর পড়ুনঃ আর হবে না ফ্লাইট ক্যানসেল, যাত্রী সুবিধার্থে কলকাতা বিমানবন্দরে অত্যাধুনিক ব্যবস্থা
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, “অর্থ মন্ত্রক পরামর্শ দিয়েছে যে সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রককে আগামী তিন বছরের জন্য অবকাঠামো প্রকল্পের পাইপলাইনের একটি তালিকা প্রস্তুত করতে হবে। এটি পাবলিক বেসরকারী অংশীদারিত্ব রুটে ধীরগতির বিনিয়োগকে নাড়া দেবে বলে আশা করা হচ্ছে। বিমানবন্দরের নগদীকরণ সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।”
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.