ব্যাংকে টাকা রেখে নিশ্চিন্ত হয়ে বসে রয়েছেন? আদৌ টাকা ফেরত পাবেন কিনা দেখুন

ব্যাংকে টাকা জমা রেখে নিশ্চিন্ত হয়ে বসে রয়েছেন? তবে নিশ্চিন্ত হওয়ার আগে ব্যাংক দেউলিয়া হয়ে গেলে বা ভারতীয় রিজার্ভ ব্যাংক যদি কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেয় তাহলে কি করবেন তা জানা অত্যন্ত জরুরী। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক মুম্বাই ভিত্তিক নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংকের উপর নিষেধাক্কা জারি করেছে। ফলে গ্রাহকরা এখন এই ব্যাংক থেকে কোনরকম টাকা তুলতে পারছে না।

এটা প্রথম ঘটনা নয়। এর আগেও ইয়েস ব্যাংক, পিএমসি ব্যাংক সহ বিভিন্ন কো-অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। কিন্তু প্রশ্ন হল যদি আপনার ব্যাংক হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কী করবেন? আপনার সঞ্চিত টাকা কি পুরোপুরি হারিয়ে যাবে?

READ MORE:  SBI Balance Check: হোয়াটসঅ্যাপ থেকে SMS, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ব্যালেন্স চেক করার বিভিন্ন উপায় | SBI Account Balance Onlline Check

টাকা কি আদৌ ফেরত পাবেন?

ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী, যদি কোন ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে একজন গ্রাহক সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন। তবে জেনে রাখা ভালো, এই টাকা ডিপোজিট ইন্সুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন দ্বারা কভার করা হবে।

উদাহরণস্বরূপ, যদি কোন গ্রাহকের একটি ব্যাংকে ৭ লক্ষ টাকা থাকে, যার মধ্যে ২ লক্ষ টাকা সঞ্চয় একাউন্টে, ২ লক্ষ টাকা ফিক্স ডিপোজিট একাউন্টে এবং অন্য অ্যাকাউন্ট আরো ৩ লক্ষ টাকা, তাহলে তিনি সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্তই ফেরত পাবেন। বাকি ২ লক্ষ টাকা ফেরত পাবেনা।

READ MORE:  দলিলের জন্যে আর অফিসে অফিসে দৌড়াতে হবে না, অনলাইনেই হবে সব কাজ

কীভাবে আপনার টাকা সুরক্ষিত রাখবেন?

  • আপনার টাকা সুরক্ষিত রাখার জন্য একটি ব্যাংকে বেশি টাকা রাখা যাবে না। ৫ লক্ষ টাকার বেশি টাকা থাকলে একাধিক ব্যাংকে টাকা ভাগ করে রাখুন।
  • এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অফ বরোদা, যেখানে সরকারের নিয়ন্ত্রণ বেশি সেই সমস্ত ব্যাংককে বেশি অগ্রাধিকার দিন। 
  • বড় বড় বেসরকারি ব্যাংকে টাকা জমা করুন। যেমন- HDFC ব্যাংক, ICICI ব্যাংক, মাহিন্দ্রা ব্যাংক ইত্যাদি। 
  • কো-অপারেটিভ ব্যাংকে বেশি টাকা না রাখা সব থেকে ভালো কাজ হবে। কারণ এই ব্যাংকগুলোর আর্থিক নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে।
  • যদি আপনার কাছে ৮ লক্ষ টাকা থাকে, তাহলে দুটি পৃথক ব্যাংকের একাউন্টে ৪ লক্ষ টাকা করে রাখুন। তাহলে দুটি ব্যাংক দেউলিয়া হলেও আপনি সম্পূর্ণ ৮ লক্ষ টাকা ফেরত পাবেন।
READ MORE:  Business Idea: সবারই প্রয়োজন, মাত্র ২০ হাজারে শুরু করুন সবথেকে চাহিদার ব্যবসা! মাসে আয় হবে ১ লাখ | Business Idea to make Rs 1.5 Lakh every month with Rs 20000 Investment

সর্তক হন, নিরাপদ থাকুন!

ব্যাংক দেউলিয়া হয়ে গেলে যেন আপনার টাকা হারানোর কোনরকম ঝুঁকি না থাকে, তার জন্য এখন থেকেই সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করুন। সেজন্য এখন থেকেই ঠিক করুন যে আপনার টাকা কোথায় রাখছেন এবং তা ভালো হবে যাচাই করুন। সবথেকে বড় কথা একটি ব্যাংক অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার বেশি রাখার চিন্তাভাবনাই মাথায় আনবেন না।

Scroll to Top