ভারতে রেশন কার্ড শুধুমাত্র খাদ্যশস্য পাওয়ার জন্য নয়, বরং বহু দরকারি পরিষেবার জন্য যুক্ত। তবে এবার রেশন ব্যবস্থায় আসছে বড়সড় একটি পরিবর্তন। কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুযায়ী, রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। যদি এই নিয়ম না মানা হয়, তাহলে বাতিল হয়ে যেতে পারে রেশন কার্ড, সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে ভর্তুকিও।
কী পরিবর্তন আসছে রেশন ব্যবস্থায়?
কেন্দ্র সরকার এবার সরাসরি গ্রাহকদের ব্যাংক একাউন্টে রেশনের ভর্তুকির টাকা পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঠিক যেভাবে রান্নার গ্যাসের ক্ষেত্রে DBT পদ্ধতি ব্যবহার করা হয়। এবার সেই একই পদ্ধতিতে রেশন ব্যবস্থা চালু করা হতে পারে। ফলে প্রত্যেক গ্রাহক তাদের একাউন্টে ভর্তুকির টাকা পেয়ে যাবে।
এখনো পর্যন্ত রেশন দোকান থেকে চাল, গম বা অন্যান্য খাদ্যশস্য পাওয়া যেত সম্পূর্ণ বিনামূল্যে বা স্বল্প মূল্যে। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহককে বাজার থেকে এবার এই খাদ্যশস্য কিনতে হবে এবং তার পরিবর্তে সরকার সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক একাউন্টে আর্থিক সহযোগিতা পাঠাবে।
কেন লাগবে ব্যাংক একাউন্ট লিংক?
সরকারের মূল লক্ষ্য হলো, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আরো বৃদ্ধি করা। ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছে টাকা দিলে রেশন ব্যবস্থায় দুর্নীতি কমবে। পাশাপাশি খাদ্যশস্য নিয়ে কালোবাজারি বন্ধ হবে। এছাড়া প্রকৃত উপভকোক্তারাই সরকারি সুবিধা পাবেন।
নতুন নিয়ম না মানলে কী হবে?
যদি কোন ব্যক্তি রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না করান, তাহলে তিনি তার টাকা পাবে না। এমনকি এই নিয়ম না মানা হলে রেশন কার্ড পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে।
কেন্দ্র এবং রাজ্যের ভূমিকা
প্রধানমন্ত্রী গরিব অন্য যোজনা প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রেশন কার্ডে বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন সাধারণ মানুষ। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই এখন ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে সুবিধাভোগীরা সরাসরি উপকৃত হন।
সরকারের এই নতুন পদক্ষেপ রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে এই পরিবর্তন বাস্তবে সুবিধা দেবে নাকি সমস্যা সৃষ্টি করবে সেটাই এখন দেখার বিষয়।