লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ব্যাঙ্ক থেকে এবার সহজেই নেওয়া যাবে লোন, RBI চালু করল নতুন নিয়ম

Published on:

ছোট ব্যবসা শুরু করতে বা জরুরী প্রয়োজনে অনেকেই ব্যাংক থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে থাকেন। কিন্তু লোন শোধের সময় একটা বিষয়ে প্রায়ই গ্রাহকদের বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়ায়। সেটা হল ফোরক্লোজার চার্জ। অনেকে ঋণের মেয়াদ শেষ হওয়ার আগে টাকা ফেরত দিতে চান। কিন্তু সেই সুযোগ নিতে গেলে ব্যাংক বাড়তি চার্জ কেটে নেয়। এবার সেই সমস্যার সমাধান আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। 

কী পরিবর্তন আনছে ভারতীয় রিজার্ভ ব্যাংক?

সম্প্রতি RBI-এর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে আগাম ঋণ শোধ করলে ব্যাংক কোনোরকম ফোরক্লোজার চার্জ বা প্রি-পেমেন্ট পেনাল্টি কাটতে পারবেনা।

  • ঋণের শর্ত অনুযায়ী, এখন থেকে কোনরকম ফ্লোটিং রেট ঋণের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে বাড়তি চার্জ নেওয়া হবে না।
  • কোন রকম লগ-ইন-পিরিয়ড থাকবে না। অর্থাৎ, ঋণগ্রহীতা চাইলে যেকোনো সময় তার টাকা শোধ করতে পারবেন।
  • সমস্ত ব্যাংক এবং NBFC-কে গ্রাহকদের এই সুবিধার ব্যাপারে আগাম সতর্ক করতে হবে। 
  • শুধুমাত্র ব্যক্তিগত ঋণ নয়, MSME প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। 
READ MORE:  Gold Price: সোনা নাকি রুপো! স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদে মুনাফার জন্য কোনটিতে বিনিয়োগ করা সঠিক? | Gold Or Silver As An Investment

MSME-দের জন্য আসছে বাড়তি সুবিধা

RBI-এর এই নিয়ম শুধুমাত্র সাধারণ গ্রাহকদের জন্য নয়, টায়ার ১ ও টায়ার ২ ক্যাটাগরির সরকারি ব্যাংক ও কিছু NBFC-এর মাধ্যমে ঋণ নেওয়া MSME ব্যবসায়ীদের জন্যও এই সুবিধা দেওয়া হবে। ৭.৫০ কোটি টাকা পর্যন্ত লোন নেওয়া MSME-দের কোন রকমের ফোরক্লোজার চার্জ দিতে হবে না। যদি কোন ব্যাংক বা NBFC এই নিয়ম লংঘন করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে। 

READ MORE:  রেশন দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ, রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালাচ্ছে খাদ্য দপ্তর

কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম?

ভারতীয় রিজার্ভ ব্যাংক এখনো এই নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। RBI এই বিষয়ে ২১শে মার্চ, ২০২৫ পর্যন্ত স্টেকহোল্ডারদের মতামত নেবে। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এই সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ?

বিগত দিনগুলিতে বহু গ্রাহক ও ছোট ব্যবসায়ীরা আগাম ঋণশোধ করতে চাইলে ফোরক্লোজার চার্জের বোঝা তাদের পিছিয়ে দিত। তবে নতুন নিয়ম চালু হলে গ্রাহকরা সহজেই ঋণ শোধ করতে পারবেন এবং বাড়তি চার্জের কোনরকম বোঝা থাকবে না। পাশাপাশি MSME ব্যবসার উন্নতিও আরো বাড়বে।

READ MORE:  দলিলের জন্যে আর অফিসে অফিসে দৌড়াতে হবে না, অনলাইনেই হবে সব কাজ

RBI-এর এই পদক্ষেপ সাধারণ গ্রাহকদের জন্য যেমন সুবিধাজনক, তেমনই ছোট ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর। ভবিষ্যতে এটি চূড়ান্তভাবে কার্যকর হলে ব্যাংকিং সেক্টরে বড়সড় পরিবর্তন আসবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.