ব্রাউজ করলেই মিলবে কয়েন! রিচার্জ, শপিং, সিনেমা সব কিছুই হবে জিও কয়েনে
ডিজিটাল বিপ্লবের এক নতুন জগতে পা রাখল রিলায়েন্স। এবার দেশজুড়ে প্রযুক্তির জগতে চমক দিয়ে রিলায়েন্স বাজার নিয়ে আসলো জিও কয়েন (Jio Coin)। তবে সব থেকে মজার বিষয় হল, এখনো পর্যন্ত রিলায়েন্স কর্তৃপক্ষ এই কয়েনের ব্যবহার এবং বৈশিষ্ট্য নিয়ে কিছু জানায়নি। তবে জিও কয়েন ইতিমধ্যেই ক্রিপ্টো জগতে সাড়া ফেলে দিয়েছে।
রিলায়েন্সের টেক সাবসিডিয়ারি Jio Platforms Limited (JPL) এবং Polygon Labs মিলে ভারতের ডিজিটাল জগতে আনছে Web3 প্রযুক্তি। আর তারই ফলাফল এই জিও কয়েন। আসলে এটি একটি ব্লক-চেইন ভিত্তিক রিওয়ার্ড টোকেন।
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই কয়েন মূলত রিওয়ার্ড হিসেবে দেওয়া হবে, যারা জিওর নির্দিষ্ট অ্যাপ এবং ব্রাউজার ব্যবহার করেন। তবে শুধুমাত্র ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহারকারীরাই এই কয়েন পাবেন।
১৭ই এপ্রিল, ২০২৫ এর একটি তথ্য অনুযায়ী, একটি জিও কয়েনের বর্তমান মূল্য হতে পারে ২১.২৪ টাকা এবং এই কয়েনের মার্কেট ক্যাপ ৩,৭৩,১৭,৫১৭ টাকা। জানা যাচ্ছে, এখন মোট প্রচলিত কয়েন রয়েছে ১৯,০৮,১৩০ টি।
তবে ১৫ই এপ্রিল, ২০২৫-এর এক রিপোর্ট অনুযায়ী, তখন একটি জিও কয়েনের দাম ছিল ২১.৪৫ টাকা এবং মার্কেট ক্যাপ ছিল ৩,৭৬,৯৪,০০৭ টাকা। আর এটি দেখে বোঝাই যাচ্ছে, জিও কয়েনের মূল্য এখনো স্থিতিশীল পর্যায়ে রয়েছে এবং এটি আস্তে আস্তে বাজারে প্রভাব বিস্তার করছে।
বেশ কিছু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, জিও কয়েন আপনি ব্যবহার করতে পারবেন জিও মোবাইল রিচার্জের ক্ষেত্রে, জিও স্মার্ট শপিং ডিসকাউন্টের ক্ষেত্রে এবং জিও সিনেমার সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে। এছাড়া ভবিষ্যতে আরো অনেক ডিজিটাল পরিষেবায় জিও কয়েন ব্যবহার করতে পারবেন।
জিও কয়েন আয় করার জন্য Jio Biosphere নামে একটি ব্রাউজার অ্যাপ চালু করেছে। সেখান থেকে সরাসরি এই জিও কয়েন পাওয়া যাবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
তবে জিওর এই প্রকল্প সফল হলে এয়ারটেল, Vi-এর মত সংস্থাগুলিও একই রকম প্রকল্প চালু করতে পারে বলে আশা করা যাচ্ছে। Reliance Jio এই কয়েন সত্যিই বাজারে আনবে কিনা তা সময়ে বলা যাবে তবে। তবে জিও কয়েন বাজারে আসলে ভারতের ডিজিটাল ইকোসিস্টেমে নতুন দিক উন্মোচন হবে তা বলা যেতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.