ব্রাজিলের বিপুল জনপ্রিয় বাইক দেশে আনছে Honda, দুই রকম জ্বালানিতে চালাতে পারবেন
হোন্ডা ভারতে তাদের একটি নতুন বাইকের ডিজাইন পেটেন্ট জমা করল হোন্ডা। এই মোটরসাইকেলটি হল Honda CG 160। এই বাইকের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে – কার্গো এবং টাইটান। নকশা দেখে অনুমান, কার্গো মডেলের পেটেন্টই জমা করেছে কোম্পানি। তবে ভারতে এই বাইকের কোন ভ্যারিয়েন্ট লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়। জল্পনা, লঞ্চ হলে বাইকটির টাইটান ভ্যারিয়েন্টই বাজারে আসবে। এটি কোম্পানির নতুন ১৬০ সিসি ইঞ্জিনের মোটরসাইকেল।
পাঠকদের জানিয়ে রাখি, ব্রাজিলের অন্যতম জনপ্রিয় তথা দক্ষিণ আমেরিকার দেশটিতে সবথেকে বেশি বিক্রি হওয়া বাইকগুলির মধ্যে একটি হল এই হোন্ডা সিজি ১৬০। বর্তমানে এই দেশে মোটরসাইকেলের নবম প্রজন্মের মডেল বিক্রি হচ্ছে। ২০১৫ সাল থেকে ব্রাজিলিয়ানদের কাছে অন্যতম জনপ্রিয় বাইক এই হোন্ডা সিজি ১৬০।
এই বাইকটির সবথেকে বড় বৈশিষ্ট্য হল এটি পেট্রল এবং ইথানল দুই জ্বালানিতেই চলে। পেট্রল ভার্সনে সর্বাধিক ১৪.৪ হর্সপাওয়ার এবং ১৩.৮ এনএম টর্ক তৈরি করতে পারে এই বাইক। ইথানল ভার্সনে সর্বাধিক ১৪.৭ হর্সপাওয়ার এবং ১৪ এনএম টর্ক তৈরি করতে পারে বাইকটি। এতে ফুয়েল ইনজেকটেড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, সঙ্গে পাঁচ স্পিড গিয়ারবক্স। হোন্ডা সিজি ১৬০ মডেলে ইলেকট্রিক স্টার্টার অপশন পাওয়া যাবে।
ডায়মন্ড ফ্রেম দিয়ে তৈরি এই বাইক। সামনে রয়েছে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে টুইন শক অ্যাবসর্বার। ১৪ লিটার ফুয়েল ক্যাপাসিটি এবং ২.৫ লিটার রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি রয়েছে বাইকে। মোটরসাইকেলটির ওজন ১২২ কেজি বলে জানা গিয়েছে। ফিচার্সের দিক থেকে পাওয়া যাবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে গিয়ার ইন্ডিকেটর-সহ একাধিক তথ্য দেখা যাবে। এই বাইকে কম্বি ব্রেকিং সিস্টেম রয়েছে।
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা…
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
This website uses cookies.