ভক্তের ছবি তোলার অনুরোধ, ফ্যানকে গালাগালি রুপমের

পৌষ সংক্রান্তির কয়েক ঘন্টা আগে থেকেই রূপম ইসলাম (Rupam Islam)-কে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কল্যাণীতে একটি অনুষ্ঠান করতে গিয়ে তাঁর অনুরাগীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন রূপম। ফলে অনুরাগীদের একাংশ তাঁকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়। অনেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন। ওই দিন টানা আড়াই ঘন্টা শো সেরে বিশ্রাম নিতে যাচ্ছিলেন রূপম। কিন্তু তাঁর কয়েকজন অনুরাগী বারবার রূপমের সাথে সেলফি তোলার অনুরোধ করতে থাকেন। তাঁরা কোনো বারণ না শুনে রূপমকে ধাওয়া করে বাড়ির গেট পর্যন্ত ঢুকে পড়েন। প্রায় দরজা ভাঙার উপক্রম হয়। রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্ত (Rupsha Dasgupta) তাঁদের বোঝানোর চেষ্টা করলেও তাঁরা শোনেননি রূপসার কথা।

READ MORE:  Ration Card Movie: সদ্য শেষ হয়েছে সিরিয়াল, এবার 'রেশন কার্ড' করবেন Star Jalsha-র জনপ্রিয় অভিনেতা | Actor Rahul Majumdar Movie

এরপরেই মেজাজ হারিয়ে ফেলে অনুরাগীদের কটু কথা বলেন রূপম। অশ্রাব্য গালাগালি দিয়ে ঘরে ঢুকে যান তিনি। রূপমের এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই অনেকে লিখেছেন, ভক্তদের ভালোবাসা শিল্পীকে পরিপূর্ণ করে। ফলে রূপমের এই ধরনের ব্যবহার অনুচিত। অনেকে রূপমের সমর্থনে এগিয়ে এসেছেন। তাঁরা লিখেছেন, রূপম যা করেছেন ঠিক করেছেন। তবে এই ভিডিওতে যা দেখা যায়নি তা হল রূপমের বাঁচতে চাওয়ার আবেদন। তিনি অনুরাগীদের উদ্দেশ্যে বলেছিলেন, “আমাকে তো বাঁচতে হবে!” কিন্তু সেদিন কেন রূপমের বলা এই কথা কারণ প্রসঙ্গে মুখ খুললেন রূপসা।

READ MORE:  TRP List: নতুন মেগা আসতেই ওলটপালট! পরিণীতা না জগদ্ধাত্রী কে হল বেঙ্গল টপার? রইল TRP তালিকা | 13th March Bengali Serial Target Rating Point List

রূপসা জানান, সেদিন টানা আড়াই ঘন্টা শোয়ের পর রূপম অসুস্থ বোধ করছিলেন। নিঃশ্বাস নিতে পারছিলেন না তিনি। ওই সময় সেলফির জন্য রূপসার উপর সকলে চড়াও হলে অত্যন্ত রেগে ওঠেন রূপম। নিজেকে সামলাতে না পেরে ওই মন্তব্য করেন তিনি। অনেকেই রূপসাকে সমর্থন করে তুলে এনেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে.কে.(K.K.)-র মর্মান্তিক মৃত্যুর প্রসঙ্গ। অনেকে লিখেছেন, ভিড় কেন নিয়ন্ত্রণ করেননি আয়োজকরা! তবে রূপম এখনও অবধি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে মধ্যমগ্রামেও রূপমের শোয়ে দেখা গিয়েছিল বিশৃঙ্খলা।

READ MORE:  মঞ্চে সাহসী ডান্স করে নিজের যাদু চালালেন গোরি নাগোরি, নোটের বৃষ্টি দেখুন ভিডিওতে

Scroll to Top