ভাইরাল Ghibli Style ছবি বানিয়ে বিপাকে ব্যবহারকারীরা? আপনিও কপিরাইট নোটিশ পেয়েছেন?
জাপানের বিখ্যাত অ্যানিমেশন যা ঘিবলি স্টুডিও (Ghibli Studio) নামে পরিচিত, সেই শিল্পের আদলে বানানো যাচ্ছে ছবি। সম্প্রতি ইন্টারনেটে ঝড় তুলেছে এই ঘিবলি স্টুডিও ইমেজ জেনারেটর (Ghibli Image Generator)। ওপেনএআই কিছুদিন আগে চ্যাটজিপিতে এই সুবিধা দিতে শুরু করে। তারপর শয়ে শয়ে মানুষ সেই ছবি বানাতে শুরু করে দেন। ভরে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং এক্স। তবে অনেকেই এটি শিল্প ও শিল্পের স্রষ্টা হায়াও মিয়াজাকির প্রতি অন্যায় বলে সোচ্চার হয়েছেন।
সম্প্রতি স্টুডিও ঘিবলি থেকে পাঠানো একটি চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, এই ধরনের ছবি তৈরির পরিষেবা প্রদানকারী অ্যাপ্লিকেশনগুলি কপিরাইট লঙ্ঘনের সাথে জড়িত। তারপর এক ব্যবহারকারী এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, “স্টুডিও ঘিবলি থেকে এই স্থগিতাদেশ তাই বিরত থাকলাম।” তিনি স্টুডিও ঘিবলি থেকে ‘সতর্কতামূলক নোটিশ’-এর একটি কপিও শেয়ার করেছেন।
তবে জানা গিয়েছে এই চিঠি আসলে ভুয়ো। এই প্রসঙ্গে জাপানি প্রকাশনা সংস্থা NHK-এর জিজ্ঞাসার জবাবে, স্টুডিও ঘিবলি স্পষ্টভাবে বলেছে, “আমরা কোনও সতর্কতামূলক চিঠি জারি করিনি।”
কারও সাহায্য না নিয়ে নিজেই বানাতে পারেন Ghibli ছবি। এর জন্য OpenAI-এর ChatGPT অ্যাপ বা ওয়েবে লগইন করতে হবে।
তারপর‘নতুন চ্যাট’-এ ক্লিক করুন।
সেখানে আপনি নিজের ইচ্ছা মতো কল্পনা বর্ণনা (প্রম্প্ট) করে ঘিবলি ছবি বানাতে বলতে পারেন। উদাহরণস্বরূপ প্রম্প্ট – “Turn this image into a Studio Ghibli-style animation” লিখতে পারেন।
এছাড়াও, নিজের ছবি আপলোড করে চ্যাটজিপিকে নির্দেশ দিন, কোনও পরিবর্তন না করে এই ছবির একটি ঘিবলি স্টুডিও ছবি বানিয়ে দিতে।
উল্লেখ্য, চ্যাটজিপিটি ছাড়াও অন্যান্য এআই প্ল্যাটফর্ম যেমন, জেমিনি, গ্রক ইত্যাদি অ্যাপে গিয়েও বিনামূল্যে ঘিবলি স্টুডিও স্টাইল ছবি বানাতে পারেন।
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে স্মার্টফোন (Smartphone) আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কল করার পাশাপাশি…
ক্যামেরার জন্য বরাবরই প্রশংসিত Oppo। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে যেতে চাইছে ব্র্যান্ডটি। সংস্থার আসন্ন Oppo…
প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছরের শুরুর দিকে জানুয়ারি মাসে পুরনো বালিঘাট ও বালিহল্টের মাঝের ব্রিজের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আমরা এতদিন সোনা (Gold), হীরা বা প্লাটিনামকে সব থেকে দামি জিনিস বলেই…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ই এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
মোটোরোলা শীঘ্রই মোটো এজ সিরিজের নতুন ফোন Motorola Edge 60 বাজারে আনতে চলেছে। লঞ্চের তারিখ…
This website uses cookies.