লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভারতীয় ১ টাকা এই দেশে ৫০০ টাকার সমান! জানেন কোন দেশ?

Published on:

বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভারতের থেকে সম্পূর্ণ আলাদা। কিছু দেশে আমাদের ১০০ টাকা খুবই সাধারণ মূল্যের। আবার কিছু দেশে একই পরিমাণ টাকা আপনাকে রীতিমতো কোটিপতির মত জীবনযাপন করাতে পারে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তবে এটি কীভাবে সম্ভব? 

বিশ্বে এমনই একটি দেশ রয়েছে, যেখানে ভারতীয় টাকার মূল্য এতোটাই বেশি, যে মাত্র ১০০০ টাকা থাকলে আপনি সেখানে লাখপতি হয়ে যাবেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। সেখানে ভারতীয় টাকার শক্তি এতটাই, যে আপনি বিলাসবহুল হোটেল, সুস্বাদু খাবার এবং ভ্রমণের খরচ খুব সহজেই বহন করতে পারবেন।

কোন দেশের কথা বলছি আমরা?

এই দেশটি অত্যন্ত প্রাচীন ইতিহাসের সাক্ষী এবং একসময় অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক একটি দেশ ছিল। তবে আন্তর্জাতিক নীতির প্রভাবে বর্তমানে এই দেশের মুদ্রার মান চরমভাবে নীচে নেমে গেছে। বিশ্বের বৃহত্তর তেল উৎপাদক দেশগুলির মধ্যে এটি একটি। তবে বিভিন্ন কারণে দেশটির অর্থনৈতিক অবস্থা ক্রমাগত খারাপের দিকে এগিয়েছে। হ্যাঁ, এই দেশটির নাম হল ইরান।

READ MORE:  Lado Lakshmi Yojana: লক্ষ্মীর ভান্ডার নয়, আরেক লক্ষ্মী প্রকল্পে মহিলারা পাবেন ২১০০ টাকা! ঘোষণা সরকারের | Government Of Haryana Big Announce For Womens

ভারতের ১ টাকা এই দেশে ৪৮১ টাকা

ইরানের মুদ্রাকে বলা হয় ইরানিয়ান রিয়াল। এক সময় এই রিয়ালের মান যথেষ্ট ভালো ছিল। কিন্তু বর্তমানে ভারতের ১ টাকা এখন সেখানে প্রায় ৪৮১ রিয়ালের সমান। এক বছর আগে এই হার আরো বেশি ছিল। তখন ছিল ৫০৭ রিয়াল। 

এর মানে, যদি কোন ভারতীয় মাত্র ১০০০ টাকা নিয়ে ইরানে বেড়াতে যায়, তাহলে সে কয়েকদিন খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন কাটাতে পারবে। বিলাসবহুল হোটেলে থাকতে চাইলে একটু বেশি খরচ হবে। তবে মধ্যম মানের হোটেল মাত্র ২০০০ থেকে ৪০০০ টাকার মধ্যেই সম্ভব।

READ MORE:  Gold And Silver Price Today: ফের রেকর্ড গড়ল সোনার দর, পিছু ছারছে না রুপোও! দেখুন আজকের রেট | Today Gold And Silver Price

কেন ইরানের অর্থনীতি দুর্বল?

বিশ্ব রাজনীতির টানাপোড়েন এবং আমেরিকার নিষেধাক্কার পরে ইরানের অর্থনীতিতে বিরাট ধাক্কা লেগেছে। ২০২২ সালে এই দেশটির মুদ্রাস্ফীতির হার ছিল ৪২.৪%, যা বিশ্বের সব থেকে সর্বোচ্চ। এর ফলে বেকারত্ব এবং দারিদ্র ধীরে ধীরে বেড়েছে, যা মুদ্রার মূল্য আরো কমিয়ে দিয়েছে।

সব থেকে মজার বিষয় হলো, ইরানে ডলার রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ, কেউ যদি ডলার ব্যবহার করে তাহলে তাকে জেল পর্যন্ত দেওয়া হতে পারে। ইরান এখন বেশিরভাগ বাণিজ্য করে ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে নিজস্ব মুদ্রা ব্যবহার করে। 

READ MORE:  7th Pay Commission: DA বৃদ্ধির ঘোষণায় কেন এত দেরি করছে কেন্দ্র? সামনে এল আসল কারণ | Why Is The Central Delaying The Announcement Of DA Hike?

তাহলে কি ইরানে ঘুরতে যাওয়া লাভজনক?

যদি আপনি ইরানে ঘুরতে যাবেন বলে ঠিক করেন, তাহলে কম খরচে অনেক ভালো অভিজ্ঞতা পেতে পারেন। কারণ ভারতীয় টাকার মান এখানে খুবই বেশি, যা সামান্য টাকাতেই বিলাসবহুল জীবনযাপন সম্ভব। তবে দেশটির বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভ্রমণের আগে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়াই শ্রেয়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.