ভারতীয় iPhone ব্যবহারকারীদের জন্য বড় খবর, iOS 18.4 আপডেটের সাথে এল অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার
ভারতে নতুন অপারেটিং সিস্টেম iOS 18.4 রোল আউট করা শুরু করল অ্যাপল। এই আপডেটের মাধ্যমে বহু প্রতীক্ষিত অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট পরিষেবাটি পাওয়া যাবে। এদিন কোম্পানির সিইও টিম কুকের হাত ধরে নতুন সফটওয়্যার লঞ্চ করা হয়। উল্লেখ্য, অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট iOS 18.1 আপডেটের সাথে পাওয়া গিয়েছিল। কিন্তু, এই সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের কাছে সীমাবদ্ধ ছিল।
এদিন, টিম কুক জানিয়েছেন, iOS 18.4 ভার্সনের সাথে অ্যাপল ইন্টেলিজেন্স পরিষেবা ভারতীয় ব্যবহারকারীদের জন্যেও উপলব্ধ হবে। রোল আউট সম্পন্ন হবে এপ্রিলে। আর্নিং কল চলাকালীন এই ঘোষণাটি করেছেন টিম কুক। এই রোলআউটে একাধিক ভাষা যুক্ত করা হয়েছে, যেমন – ভারত ও সিঙ্গাপুরের জন্য আলাদা ইংরেজি ভাষা।
অ্যাপলের কাছে ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ তা ভালো মতোই জানেন টিম কুক। কারণ এই মুহূর্তে আইফোন বিক্রির নিরিখে দ্বিতীয় বৃহত্তম এবং পার্সোনাল কম্পিউটার ও ট্যাবলেট বিক্রির নিরিখে তৃতীয় বৃহত্তম বাজার ভারত। অ্যাপলের ব্যবসা বৃদ্ধির পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ভারতীয় ক্রেতাদের।
সম্প্রতি, দেশে আরও চারটি অফিশিয়াল স্টোর খোলার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। বর্তমানে, দুটি অ্যাপল স্টোর রয়েছে ভারতে – একটি নতুন দিল্লিতে, আর একটি মুম্বইয়ে। ভারতে যারা এই মুহূর্তে আইফোন ১৫ প্রো বা আইফোন ১৬ ব্যবহার করছেন, তারা সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ অপশনে ট্যাপ করে ইংরেজি (ইউএস) অথবা ইংরেজি (ইউকে) বেছে নিতে পারেন। তারপর অ্যাপল ইন্টেলিজেন্স-এর ব্যবহার শুরু করতে পারেন।
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা…
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
This website uses cookies.