ভারতের হামলার আশঙ্কায় ঘুম উড়েছে পাকিস্তানের! হাই অ্যালার্টে বায়ুসেনা
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় ক্ষুব্দ দেশবাসী। কাশ্মীরের 26 জন নিরীহ পর্যটকের মৃত্যুর প্রতিশোধ নিতে প্রতিমুহূর্তে ভারত সরকারের কাছে আর্তি জানাচ্ছেন দেশের বহু সুবুদ্ধি সম্পন্ন মানুষজন! এমতাবস্থায়, মঙ্গলবার জঙ্গি হামলার খবর পেতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরবের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একই সাথে গতকাল সারারাত কাশ্মীরে প্রয়োজনীয় বৈঠক সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এহেন আবহে পাকিস্তান থেকে বড় খবর উঠে আসছে। শোনা যাচ্ছে, ভারতের হামলার ভয়ে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছে পাকিস্তানের বায়ু সেনা! জানা যাচ্ছে, ভারতের(India) তরফে হামলার আশঙ্কায় ইতিমধ্যেই জোর কদমে নিজেদের প্রস্তুত করছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা বাহিনী।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিন ভারতে কর্মরত পাকিস্তানের হাই কমিশনার বলা হল প্রাক্তন হাইকমিশনার আব্দুল বাসিত তাঁর এক্স হ্যান্ডেল একটি মাঝারি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটিতে বাসিত লিখেছেন, আমি সম্পূর্ণরূপে নিশ্চিত, এই মুহূর্তে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনও রকম হামলা চালায়, তা প্রতিহত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করবে ইসলামাবাদ। একথা বলতে কোনও সন্দেহ নেই, এবারে পাকিস্তানের প্রতিক্রিয়া যথেষ্ট কঠোর হবে! প্রাক্তন পাক হাইকমিশনারের এমন সোশ্যাল পোস্টের পরই বাড়ছে উত্তেজনার পারদ।
গতকাল পহেলগাঁওয়ে 26 জন নিরাপরাধ পর্যটককে বেছে বেছে গুলি করে হত্যা করার পর, জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন দেশবাসী। এমতাবস্থায়, বুধবার সকালে সৌদি থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে সৌদি থেকে ওমানের পথ ধরে একেবারে আরব সাগরের ওপর দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর এই ঘটনা একেবারেই স্পষ্ট করে দেয় সদ্য ঘটা জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকেও সন্দেহের তালিকায় রাখছে ভারত।
পরিস্থিতি যখন এমন ঠিক সেই সময়ে, পাকিস্তান থেকে উঠে আসছে বেশ কয়েকটি তথ্য। জানা যাচ্ছে, পহেলগাঁও হামলার পাল্টা আক্রমণের আশঙ্কায় একেবারে ভয়ে কাঁপছে পাকিস্তান! সূত্র বলছে, পাছে ভারত বড়সড় পদক্ষেপ নেয় সেই আশঙ্কাকে জিইয়ে রেখেই গতকাল সারারাত সতর্ক ছিল পাকিস্তানের বায়ু সেনা।
অবশ্যই পড়ুন: পাকিস্তান বাচ্চা! পারমাণবিক বোমার দিক থেকে ভারতের কাছে হার মানাবে বিশ্বের বহু দেশ
গুটি কয়েক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় আকাশ প্রতিরক্ষা বাহিনীর আক্রমণের আশঙ্কায়, বুধবার ভোররাত পর্যন্ত পাকিস্তান বিমান বাহিনীর নানান কার্যকলাপ নাকি রাডারে ধরা পড়েছে! ফ্লাইট রাডার ডেটার তথ্য বলছে, গতকাল সারারাত ধরে পাক বিমানবাহিনী তাদের প্রধান শক্তিশালী বিমানগুলিকে করাচি থেকে লাহোর এবং রাওয়ালপিন্ডির আকাশে উড়িয়েছে। যা মূলত ভারতের প্রতি ভীতি প্রদর্শনকে নির্দেশ করে।
সহেলি মিত্র, কলকাতাঃ বাংলাজুড়ে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৈশাখের জ্বালাপোড়া গরমে…
রেডমি আজ ঘোষণা মতো তাদের নতুন স্মার্টফোন Redmi Turbo 4 Pro লঞ্চ করল। এর দাম…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথমে জানা গিয়েছিল, মে মাসেই মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik 2025 Result) করতে চায়…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের মাঝে যেন হঠাৎ করে নেমে আসে রক্তের অন্ধকার। হ্যাঁ,…
সৌভিক মুখার্জী, কলকাতা: কম-বেশি সবাই সঞ্চয় করতে চায়। তবে আধুনিক দুনিয়ায় দাঁড়িয়ে ব্যাংকের পাশাপাশি পোস্ট…
This website uses cookies.