ভারতে আসার তোড়জোড় করতেই বিপাকে Tesla, ক্রেতাদের ঠকানোর অভিযোগ ইলন মাস্কের সংস্থার বিরুদ্ধে
সবকিছু ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্য ভারতের রাস্তায় ছুটবে টেসলার (Tesla) ইলেকট্রিক গাড়ি। কিন্তু তার আগে বড় সমস্যায় পড়ল ধনকুবের ইলন মাস্কের এই সংস্থা। ইতালির কম্পিটিশন অথরিটি বা টেসলার পাশাপাশি স্টেলান্টিস, বিওয়াইডি, এবং ফোক্সওয়াগেনের মতো নামী গাড়ি নির্মাতাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, উক্ত সংস্থাগুলি তাদের ইলেকট্রিক গাড়ির কর্মক্ষমতা বা পারফরম্যান্স সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে এসেছে। কমিশনের বিবৃতি অনুসারে, “ইভি ড্রাইভিং রেঞ্জ, ব্যাটারির ক্ষমতার অবনতি এবং স্ট্যান্ডার্ড ব্যাটারি ওয়ারেন্টির সীমাবদ্ধতা” সম্পর্কিত তথ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে তদন্ত চলছে।
প্রতিযোগিতা কমিশনের ইঙ্গিত, এই পদ্ধতিগুলি ভোক্তা কোড লঙ্ঘন করতে পারে। ইতালীয় আইন অনুসারে, ভোক্তা অধিকার লঙ্ঘনের জন্য দোষী সংস্থাগুলিকে ৫,০০০ ইউরো থেকে ১০ মিলিয়ন জরিমানা করা যেতে পারে। স্টেলান্টিস জানিয়েছে যে তারা এই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে ও প্রয়োজনীয় সকল তথ্য এবং নথিপত্র সরবরাহ করেছে।
তবে বিওয়াইডি ও ফোক্সওয়াগেন তদন্তের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। টেসলা এখনও সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেয়নি। বৈদ্যুতিক গাড়ির ড্রাইভিং রেঞ্জ নিয়ে সাধারণ এবং কখনও কখনও পরস্পরবিরোধী তথ্য প্রদানের জন্য প্রতিযোগিতা কমিশন সংস্থাগুলির ওয়েবসাইটের সমালোচনা করেছে। অভিযোগ, কোন কোন বিষয় ড্রাইভিং রেঞ্জের সর্বোচ্চ পরিসরকে প্রভাবিত করতে পারে এবং কতটা পরিমাণে, তা নির্দিষ্ট করে বলতে ব্যর্থ হয়েছে নির্মাতারা।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL-এ ব্যর্থতার পর AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে কার্যত বিফলে গিয়েছে…
রঙের উৎসব কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে চরম দাবদহের তাণ্ডব (Heat Wave)। আবহাওয়া…
আপনিও যদি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাহলে সাবধান! কারণ ভারত সরকারের সাইবার সিকিউরিটি…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই যেন অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)…
দেশজুড়ে সরকারি শিক্ষকরা (School Teacher) এখন অধির আগ্রহে অপেক্ষা করছে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফের পাকিস্তানের হাওয়া গরম। ভারতের অন্যতম কুখ্যাত শত্রু এবং লস্কর-ই-তৈবা (LeT)-এর সন্ত্রাসী…
This website uses cookies.