লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভারতে এবার লঞ্চ হল BHIM 3.0 অ্যাপ! PhonePe, Google Pay-কে টেক্কা দেবে?

Published on:

ভারতের ডিজিটাল পেমেন্ট জগতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে NPCI। এবার তারা লঞ্চ করল BHIM 3.0 অ্যাপ। নতুন এই ভার্সনে আগের তুলনায় অনেক উন্নতমানের ফিচার যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদেরকে আরো উন্নত পরিষেবা দেবে এবং নিরাপদে পেমেন্ট অভিজ্ঞতা প্রদান করবে।

জানা যাচ্ছে, এই নতুন অ্যাপে এমন কিছু দুর্দান্ত ফিচার যোগ করা হয়েছে, যা আগে শুধুমাত্র PhonePe, Google Pay বা Paytm-এর মত প্ল্যাটফর্মে পাওয়া যেত। অর্থাৎ এবার থেকে BHIM 3.0 অ্যাপেও পাবেন একই রকম সব সুবিধা। চলুন জেনে নেওয়া যাক, এই নতুন অ্যাপের সমস্ত বৈশিষ্ট্য সম্পর্কে। 

READ MORE:  ৩১ মার্চ ছুটি থাকলেও ব্যাঙ্ক খোলা থাকবে, RBI-এর নির্দেশে বদলে গেল নিয়ম

BHIM 3.0 কবে থেকে ব্যবহার করা যাবে?

NPCI সূত্র মারফত জানা গিয়েছে, BHIM 3.0 ধাপে ধাপে সমস্ত প্ল্যাটফর্মে যোগ করা হবে। সম্পূর্ণভাবে এটি এপ্রিল মাসের মধ্যেই সবার জন্য উপলব্ধ করে দেওয়া হবে। এটি লঞ্চ করেছে NPCI BHIM Services Limited (NBSL), যারা ডিজিটাল লেনদেনকে আরো নিরাপদ এবং স্বচ্ছ করতে চাইছে।

BHIM 3.0 অ্যাপের সেরা ফিচারগুলি 

এই নতুন অ্যাপে কোথায় কত টাকা খরচ করেছেন তার বিস্তারিত একটি রিপোর্ট পাবেন। এটি গুগল পে সামারি ফিচারের মতোই কাজ করবে। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে বিল ভাগ করে নেওয়ার সুবিধার রয়েছে এই অ্যাপে। এছাড়া পরিবারের সবার অ্যাকাউন্ট একসঙ্গে ম্যানেজ করা যাবে এই অ্যাপের মাধ্যমে। 

READ MORE:  রাজ্য সরকারের বড় ঘোষণা! রাজ্যে এইসব কর্মীদের বেতন বাড়ছে

এটি আপনাকে বিল পেমেন্টের সময় মনে করিয়ে দেবে এবং অ্যাকাউন্টের ব্যালেন্স কমে গেলেও সতর্ক করে দেবে। পাশাপাশি দোকানদারদের জন্য একটি বিশেষ পেমেন্ট অপশন যুক্ত করা হয়েছে। যার ফলে খুব সহজেই তারা BHIM অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারবে।

কেন এই অ্যাপটি গুরুত্বপূর্ণ?

প্রথমত, এই অ্যাপটি ১৫টির বেশি ভারতীয় ভাষায় পাওয়া যাবে। দ্বিতীয়ত, কম ইন্টারনেট স্পিডে এই UPI অ্যাপটি অনায়াসে চলবে। ফলে গ্রাম অঞ্চলেও খুব সহজে এই অ্যাপ ব্যবহার করা যাবে। এছাড়া ব্যবসায়ীদের জন্য নতুন পেমেন্ট সলিউশন থাকবে এবং বাজেট ম্যানেজ করার এই অ্যাপ আরও সহজতর হবে।

READ MORE:  Air India: ইকোনোমিতেও প্রায়ওরিটি চেক ইন, যাত্রীদের সুবিধার্থে নয়া সার্ভিস লঞ্চ করল Air India, খরচ কত? | Air India Launches ZipAhead Service

ডিজিটাল পেমেন্টের এক নতুন যুগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালে প্রথম BHIM অ্যাপ লঞ্চ করেছিল। এরপর থেকে এটি ভারতের অন্যতম জনপ্রিয় একটি ডিজিটাল পেমেন্ট অ্যাপ হয়ে উঠেছে। এবার BHIM 3.0 সেই সমস্ত সুবিধাগুলিকে আরো উন্নত করছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.