ভারতে প্রত্যর্পণ সময়ের অপেক্ষা মাত্র! ২৬/১১ এর মাস্টার মাইন্ড রানাকে ঝটকা মার্কিন সুপ্রিম কোর্টের
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের জঙ্গি হামলার ঘটনা এখনও দাগ কেটে রয়েছে সকলের মনে। সেবার মুম্বইয়ের আটটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালিয়েছিল পাকিস্তান থেকে আগত ১০ লস্কর ই তৈবা জঙ্গিরা। তাজ হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে মেরে ফেলা হয়েছিল শতাধিক সাধারণ মানুষকে। সেই মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে এবার দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক লড়াইয়ে বিরাট সাফল্য পেল ভারত। মুম্বই হামলায় প্রধান অভিযুক্ত তাহাউর রানার প্রত্যর্পণে স্থগিতাদেশ দিতে রাজি হল না আমেরিকার সুপ্রিম কোর্ট।
২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বইয়ে যে পাকিস্তানি জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের মধ্যে অন্যতম মদতদাতা ছিল তাহাউর রানা (Tahawwur Rana)। এবং এই হামলার অন্যতম ষড়যন্ত্রী মার্কিন নাগরিক ডেভিল কোলম্যান হেডলির ঘনিষ্ঠ ছিলেন রানা। প্রায় দেড় দশক ধরে এই অপরাধীকে হাতে পাওয়ার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে গিয়েছে ভারত। একাধিকবার আমেরিকার সরকার তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। কিন্তু বারবারই তাহাউর রানা আমেরিকার বিভিন্ন আদালতের দ্বারস্থ হয়ে ভারতে প্রত্যার্পণের প্রক্রিয়াকে আটকানোর চেষ্টা করেছে। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায় ফের তাহাউর রানাকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই জঙ্গিকে নয়াদিল্লির হেফাজতে দিতে মার্কিন প্রশাসন আদালতে আবেদন করে। গত বছরের আগস্ট মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত জানিয়ে দেয় রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে পালটা আবেদন করেছিল সে। কিন্তু কিছুই ধোপে টিকল না। যদিও ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমেরিকা সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাহাউর রানার প্রত্যার্পণের বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেন। সেই সময় ট্রাম্পও জানিয়ে দিয়েছিল যে ভারতের আর্জি মেনে রানাকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।
এর আগে একাধিক নিম্ন আদালতে আইনি লড়াই হেরে যায় তাহাউর রানা। সানফ্রান্সিসকোতে নর্থ সার্কিট আমেরিকান কোর্ট অফ আপিলেও হেরে গিয়ে শেষ পর্যন্ত মার্কিন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর দিনই তাহাউর রানার রিট পিটিশন খারিজ করে দিয়েছিল মার্কিন সুপ্রিম কোর্ট। এরপর প্রত্যর্পণের নির্দেশে জরুরিভিত্তিক স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান দাখিল করেছিল রানা। গতকাল অর্থাৎ সোমবার সেই আবেদনও খারিজ করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। অর্থাৎ এইমুহুর্তে মুম্বই হামলার অন্যতম মাথা পাক নাগরিক তথা কানাডার ব্যবসায়ী তাহাউর রানার এ দেশে ফেরা নিয়ে আর কোনো বাঁধা থাকল না।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে সম্প্রতি ভারতে এসেছে Motorola Edge 60 Fusion। কয়েকদিন আগে ছিল এর প্রথম…
Asus ভারতের বাজারে তাদের নতুন ল্যাপটপ সিরিজ ExpertBook P লঞ্চ করল। এই নতুন লাইনআপের অধীনে…
জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম PhonePe তাদের ব্যবহারকারীদের জন্য UPI Circle ফিচার নিয়ে এল। এই ফিচার…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ই এপ্রিল, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
আইকো গত সপ্তাহে ভারতের বাজারে iQOO Z10 5G ফোনটি লঞ্চ করেছে। এটি ৭৩০০ এমএএইচ ব্যাটারির…
অনর সম্প্রতি চীনে Honor Power 5G মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে…
This website uses cookies.