ভারতে প্রথম, এবার রাস্তায় চলবে ট্রেন! উদ্বোধন করলেন নীতিন গড়করি
শ্বেতা মিত্র, কলকাতা: এবার বিদেশের মতোই দেশের পরিবহণ ব্যবস্থায় এক উল্লেখযোগ্য মোড় আসতে চলেছে। এতদিন হয়তো বিদেশেই এমন গাড়ি চলতে দেখা গিয়েছে। কিন্তু এবার ভারতেও একই জিনিস চলতে দেখা যাবে। ভারতে শুরু হতে চলেছে রোড ট্রেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই বিশেষ গাড়িটি আনতে চলেছে Volvo কোম্পানি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
লজিস্টিক ফার্ম দিল্লিভেরি দ্বারা পরিচালিত, রোড ট্রেনটি শনিবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি পতাকা প্রদর্শন করে উদ্বোধন করেন। রোড ট্রেন ধারণাটি আনুষ্ঠানিকভাবে ২০২০ সালে নিয়মাবলীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার ফলে যানবাহনের দৈর্ঘ্য ২৫.২৫ মিটার পর্যন্ত হতে পারে। একটি রোড ট্রেনে একটি ট্র্যাক্টর ইউনিট থাকে যা দুই বা ততোধিক ট্রেলার থাকতে পারে।
এই রোড ট্রেনগুলি মূলত দীর্ঘ ট্রেইল ট্রাক, যা একসঙ্গে অত্যন্ত ভারী কার্গো পরিবহনের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এবার রেল ট্র্যাকেই নয়, এবার রাস্তাতেও খুব শীঘ্রই চলতে দেখা যাবে রোড ট্রেনকে।
লজিস্টিক শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে, সরকার ভারতে সড়ক ট্রেন ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সড়ক ট্রেনগুলি মূলত দীর্ঘ পথের ট্রাক যা একসাথে অত্যন্ত ভারী পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে একটি প্রধান চালক থাকে – সামনে একটি ট্রাক, যা দুটিরও বেশি ট্রেলার টেনে নিয়ে যায়। এই ট্রেনগুলির লক্ষ্য হল সরবরাহ দক্ষতা এবং খরচ উন্নত করা কারণ এটি তিন বা ততোধিক ট্রাক প্রতিস্থাপন করতে পারে।
২০২০ সালে রোড ট্রেন ধারণাটি আনুষ্ঠানিকভাবে নিয়মাবলীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার ফলে লজিস্টিক শিল্পে যানবাহনের সংমিশ্রণ উচ্চ দক্ষতা এবং ক্ষমতায় পরিচালিত হতে পারে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের মতে, এই উন্নয়ন ভারতের পরিবহন অবকাঠামো আধুনিকীকরণ এবং সড়ক ট্রেনের দক্ষতা উন্নত করার চলমান প্রচেষ্টার অংশ।
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, “নাগপুরে ভলভো গ্রুপ কর্তৃক ভারতের প্রথম রোড ট্রেনের পতাকা উত্তোলন করা হয়েছে, এটি একটি অগ্রণী উদ্ভাবন যা দক্ষতা বৃদ্ধি করে এবং টেকসইতা বৃদ্ধি করে, যা ভারতের লজিস্টিক সেক্টরে একটি উল্লেখযোগ্য অগ্রগতির চিহ্ন। “
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
This website uses cookies.