ভারতে বন্ধ হচ্ছে রয়্যাল এনফিল্ড, বাইকপ্রেমীদের জন্যে বড় ধাক্কা
ভারতের জনপ্রিয় টু-হুইলার কোম্পানি রয়েল এনফিল্ড এবার বড়সড় সিদ্ধান্ত নিল। সংস্থাটি তাদের Scram 411 মডেলটি বাজার থেকে তুলে নিচ্ছে। ইতিমধ্যে এই বাইকটি অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখন থেকে Scram 411 আর ভারতে কেনা যাবে না। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল রয়েল এনফিল্ড? এর পিছনে কী কারণ রয়েছে? চলুন জেনে নেওয়া যাক।
রয়েল এনফিল্ড তাদের নতুন মডেল Scram 440 লন্স করেছে, যা Auto Expo 2024-এ প্রথমবার প্রদর্শন করা হয়েছিল। নতুন এই মডেলটি Scram 411 এর আপডেটেড সংস্করণ বলে ধরা হচ্ছে। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন, Scram 440 এর বাজার তৈরি করতেই রয়েল এনফিল্ড Scram 411 বন্ধ করে দিয়েছে।
Scram 411 ছিল মূলত Himalayan 411-এর তুলনায় কিছুটা কমদামি সংস্করণ। যদিও এই দুই বাইকের মধ্যে অনেকটাই মিল লক্ষ্য করা যাচ্ছিল। একই 411cc ইঞ্জিন ও চেসিস থাকলেও Scram 411 শহরের রাস্তায় চালানোর জন্য বেশি উপযোগী একটি বাইক ছিল। এর কিছু প্রধান ফিচার হল-
এই ফিচারগুলি Scram 411-কে একসময় অ্যাডভেঞ্চার এবং শহরের রাইডিং-এর জন্য আদর্শ একটি বিকল্প হিসেবে তুলে ধরেছিল।
রয়াল এনফিল্ডের নতুন সংস্করণ Scram 440 মডেলটি আগের থেকে অনেকটা উন্নত। এই বাইকের বৈশিষ্ট্যগুলি হল-
Scram 440-এর এক্স শোরুম দাম বর্তমানে 2.08 লক্ষ টাকা, যা Scram 411-এর তুলনায় মাত্র 2000 টাকা বেশি।
Scram 411 বন্ধ হওয়ার খবর অনেক বাইকপ্রেমীদের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এটি ছিল Himalayan 411-এর একটি সাশ্রয়ী এবং জনপ্রিয় সংস্করণ। তবে রয়াল এনফিল্ডের মতে Scram 440 আগে তুলনায় আরো উন্নত এবং আধুনিকভাবে তৈরি করা হয়েছে। তাই সংস্থাটি মনে করছে নতুন মডেল পুরনো গ্রাহকদের আরো সন্তুষ্ট করবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.