ভারতে রানার প্রত্যার্পণের পর মোদীর ২০১১-র পুরোনো পোস্ট ভাইরাল! কী লিখেছিলেন?
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ২০০৮-এর ২৬ নভেম্বর দিনটি সকলের জীবনে এক ভয়ংকর স্মরণীয় হয়ে রয়েছে। মুম্বইয়ের জঙ্গি হামলা স্বাধীন ভারতের অন্যতম বড় এবং ভয়াবহ সন্ত্রাসের ঘটনা ছিল। আর সেই হামলার অন্যতম মদতদাতা ছিল তাহাউর রানা। প্রায় দেড় দশক ধরে এই অপরাধীকে হাতে পেতে চেষ্টা চালিয়ে গিয়েছে ভারত। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে নামেন এনআইএ আধিকারিকেরা। এবং মধ্যরাতেই তাঁকে দিল্লির পটীয়ালা হাউস কোর্টের বিশেষ NIA আদালতে নিয়ে যাওয়া হয়।
এরপর তাহাউর রানার প্রত্যর্পণ (Tahawwur Rana Extradition) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে দীর্ঘ একটি বিবৃতি দিয়েছে NIA। সেখানে বলা হয়েছে, “দীর্ঘদিন ধরে বহু প্রচেষ্টার পর অবশেষে ২০০৮ হামলার চক্রীকে বিচারের আওতায় আনা গিয়েছে। মার্কিন আধিকারিকদের সহায়তায় গোটা প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দিল্লিতে নামার পরেই সন্ত্রাসবিরোধী আইনে তাহাউর রানাকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ভারতে নামার পরে পাটিয়ালা হাউস কোর্টে নিয়ে যাওয়া হয় ২৬/১১ হামলার মূলচক্রীকে। সেখানে বিচারকের নির্দেশে তাকে ১৮ দিনের NIA হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়।
সূত্রের খবর ২৬ /১১ মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানার ভারতে প্রত্যর্পণের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক বছরের পুরোনো একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়। পোস্টটি ছিল ২০১১ সালের। সেই পোস্টে তাহাউর রানাকে নিয়ে নরেন্দ্র মোদী লিখেছিলেন, “তাহাউর রানাকে মার্কিন সরকারের নির্দোষ তকমা দেওয়া আদতে ভারতের সার্বভৌমত্বে আঘাত। এটা দেশের বিদেশনীতির বিরাট ব্যর্থতা।” শেষ পর্যন্ত মুম্বইয়ের জঙ্গি হামলার সেই মূল সন্ত্রাসবাদী তাহাউর রানাকে ভারতে নিয়ে আসার যে প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী নিয়েছিলেন সেটি সফল হওয়ায় তাঁকে নিয়ে জয়গান গাইছেন নেটিজেনদের একাংশ। উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। কেউ বলছেন, ‘আরও এক প্রতিশ্রুতি পূরণ হল।’ তো আবার কেউ লিখেছে, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’।
https://twitter.com/narendramodi/status/79062094317756416?ref_src=twsrc%5Etfw” rel=”nofollow noopener
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে তাহাউর রানাকে ভারতে নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে আসছিল কেন্দ্রীয় সরকার। অবশেষে গত মাস থেকেই ভারত-আমেরিকা প্রত্যর্পণ চুক্তির আওতায় রানাকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু করা হয়েছিল। বার বার আদালতের দ্বারস্থ হয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিল তাহাউর। কিন্তু ভারতে প্রত্যর্পণ রুখতে বারবার প্রচেষ্টা করেও ব্যর্থ হয় সে। গত ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে বৈঠক করেন। এবং সেই বৈঠকে ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন যে, ভারতের হাতে তুলে দেওয়া হবে তাহাউর রানাকে। আর সেটাই এবার সুসম্পন্ন হল।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
আপনার বাড়িতে কি এখনো এলপিজি গ্যাসের সংযোগ (LPG Gas Connection) নেই? তাহলে আপনার জন্য রয়েছে…
ভিভো আগামী ২১ এপ্রিল তাদের নতুন হাই-এন্ড স্মার্টফোন, Vivo X200 Ultra লঞ্চ করতে চলেছে। এই…
সৌভিক মুখার্জী, কলকাতা: নববর্ষ মানেই নতুন স্বপ্ন। কিন্তু এবার নববর্ষের প্রথম দিনেই যেন স্বপ্ন ভেঙে…
সৌভিক মুখার্জী, কলকাতা: দীঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন নিয়ে এখন জল্পনা তুঙ্গে। আগামী ৩০শে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাগ্য খুলতে চলেছে দেশের লাখ লাখ বেকার যুবক-যুবতীর! শ্রম মন্ত্রকের সাথে বিরাট…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করায় কোনওরকম ক্ষতি হবে না, বলেই জানিয়েছিল বাংলাদেশ…
This website uses cookies.