লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভারতে লঞ্চ হল KTM-এর নতুন বাইক, ডিজাইন, ফিচার্স মনে ঝড় তুলবে

Updated on:

2025 KTM 250 Adventure এবং 390 Adventure রেঞ্জ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়েছে। এই নতুন 250 Adventure হল কেটিএম কোম্পানির এন্ট্রি লেভেল অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল। আপডেটেড মডেলটির দাম ২.৬০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। বাইকটি 390 ADV-এর মতো একই প্ল্যাটফর্মে তৈরি এবং এতে হালকা স্টিলের ট্রেলিস ফ্রেম রয়েছে। কেটিএম একটি পৃথক সাবফ্রেমও ব্যবহার করেছে। নতুন KTM 250 Adventure-এর ডিজাইন ঢেলে সাজানো হয়েছে।

READ MORE:  স্টাইলিশ ডিজাইন ও নতুন কালার সহ Yamaha FZ-S FI 2025 বাইক লঞ্চ হল, দাম কত

নতুন প্রজন্মের কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চার একটি ২৪৯ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচলিত৷ যা ৯,২৫০ আরপিএম গতিতে সর্বাধিক ৩০.৫ বিএইচপি ক্ষমতা এবং ৭,২৫০ আরপিএমে ২৫ এনএম টর্ক উৎপাদন করে। নতুন ইঞ্জিনটি সিক্স স্পিড পাওয়ারট্রেনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এটি তার রিফাইনমেন্টের জন্য পরিচিত৷ বাইকটি প্রচুর আধুনিক ফিচার্সে সজ্জিত।

নতুন KTM 250 Adventure বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি সহ পাঁচ ইঞ্চি টিএফটি কালার ডিসপ্লে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, দ্বি-মুখী কুইকশিফটার, এবং অফ-রোড এবিএস-এর মতো প্রয়োজনীয় বৈশিষ্ট্য রয়েছে। ফ্রন্টে একটি এলইডি প্রজেক্টর হেডল্যাম্প এবং চারপাশে এলইডি আলো বর্তমান। সাসপেনশনের জন্য, ফ্রন্টে নন-অ্যাডজাস্টেবল ডব্লিউপি অ্যাপেক্স ইউএসডি ফর্ক ও প্রি-লোড অ্যাডজাস্টেবল মনোশক ইউনিট আছে।

READ MORE:  Yamaha FZ-S Fi Hybrid: মাইলেজ নিয়ে চিন্তার দিন শেষ! দেশের প্রথম হাইব্রিড বাইক লঞ্চ করে চমকে দিল Yamaha | Yamaha FZ-S Fi Hybrid Launched

মোটরসাইকেলটি সামনের ও পিছনের সাসপেনশন যথাক্রমে ২০০ মিমি ও ২০৫ মিমি ট্রাভেল অফার করে। ২২৭ মিমি উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকা সত্ত্বেও, বাইকের ৮২৫ মিমি উঁচু আসন খাটো রাইডারদের জন্য খুব বেশি সমস্যার সৃষ্টি করবে না। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১৪.৫ লিটার। ফলে ফুল ট্যাঙ্কে একটানা ৪৫০ কিলোমিটার চালাতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  রয়্যাল এনফিল্ড কেনার সামর্থ নেই? দুধের স্বাদ ঘোলে মেটাবে Hero-র এই জোড়া বাইক

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.