ভারতে Airtel এর হাত ধরে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার সূচনা Starlink এর, চাপে পড়ল জিও
ভারতে স্টারলিংকের (Starlink) আসা নিয়ে নানা জল্পনার মাঝে, দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেলের সঙ্গে চুক্তি বাধল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। দেশজুড়ে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এদিন এই যৌথ উদ্যোগে সামিল হল স্টারলিংক। জানা গিয়েছে, চুক্তির অন্তর্গত Airtel এর রিটেল স্টোরগুলিতে পাওয়া যাবে স্টারলিংকের সরঞ্জাম।
এয়ারটেলের বিবৃতি অনুযায়ী, এই যৌথ উদ্যোগের লক্ষ্য হল, স্টারলিংক কীভাবে এয়ারটেলের পরিষেবাগুলিকে উন্নত এবং বিস্তৃত করতে পারে তা অন্বেষণ করা, একই সাথে ভারতীয় বাজারে এয়ারটেলের দক্ষতাকে স্পেসএক্সের সরাসরি গ্রাহক এবং ব্যবসায়িক পরিষেবাগুলির পরিপূরক হিসাবে কাজে লাগানো।
এই চুক্তির অংশ হিসেবে, স্টারলিংক ব্যবহার করার জন্য যেসব সরঞ্জাম লাগবে তা পাওয়া যাবে এয়ারটেলের রিটেল স্টোরগুলিতে এবং ব্যবসায়িক ক্লায়েন্টদের স্টারলিংক পরিষেবা প্রদানের বিষয়টি বিবেচনা করবে এয়ারটেল। দুই সংস্থার লক্ষ্য, ভারতের সবচেয়ে বিচ্ছিন্ন গ্রামীণ অঞ্চলগুলিতে অবস্থিত সম্প্রদায়, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সংযুক্ত করা।
বিবৃতি অনুসারে, দেশে এয়ারটেলের নেটওয়ার্ক উন্নত করা এবং সম্প্রসারণে সহায়তা করতে পারে স্টারলিংক। পাশাপাশি, স্পেসএক্সকে ভারতে এয়ারটেলের গ্রাউন্ড নেটওয়ার্ক অবকাঠামো এবং অন্যান্য সংস্থানগুলি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।
এ বিষয়ে ভারতী এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্টল বলেছেন যে, “স্টারলিংককে এয়ারটেল গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্পেসএক্সের সাথে সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পদক্ষেপ পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগের প্রতি কোম্পানির নিষ্ঠার প্রতি আলোকপাত করে। এই অংশীদারিত্ব ভারতের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে বিশ্বমানের উচ্চ-গতির ব্রডব্যান্ড সরবরাহ করার জন্য এয়ারটেলের সক্ষমতা বৃদ্ধি করবে।”
শ্বেতা মিত্র, কলকাতা: টানা তাপপ্রবাহের পর অবশেষে বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে স্বস্তির খবর শোনাল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
This website uses cookies.