লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভারতে Apple এর নতুন রেকর্ড, একবছরে সবচেয়ে বেশি iPhone বিক্রি

Published on:

Apple ভারতের বাজারে নতুন রেকর্ড গড়লো। এদেশে আইফোন তৈরির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি জনপ্রিয়তা বাড়ার কারণে নতুন রেকর্ড গড়তে পেরেছে আমেরিকার টেক জায়ান্টটি। নয়া একটি রিপোর্টে বলা হয়েছে, গত বছর আইফোনের শিপমেন্ট ও বিক্রি অনেকটাই বেড়েছে। বার্ষিক বৃদ্ধির ক্ষেত্রে, প্রায় ৪ শতাংশ iPhone এর বিক্রি বেড়ে ১৫০ মিলিয়নেরও বেশি আইফোন ইউনিট বিক্রি হয়েছে।

বাজার গবেষণা সংস্থা আইডিসি (ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন) জানিয়েছে, গত বছরের প্রথম ছয় মাসে শিপমেন্ট ৭ শতাংশ বেড়েছে Apple এর। কিন্তু পরের ছয় মাসে এই বৃদ্ধি নেমে আসে মাত্র ২ শতাংশে। তা সত্ত্বেও, সংস্থাটি সারা বছর ধরে ১৫১ মিলিয়ন ইউনিট আইফোন বিক্রি করেছে। যা এখন পর্যন্ত এক বছরের মধ্যে সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড।

READ MORE:  হাত মেলালো চিরপ্রতিদ্বন্দী Samsung ও Apple, স্মার্টফোনে এবার থাকবে বাহুবলী ব্যাটারি

গত বছর, আইফোনের শিপমেন্টে ৪ শতাংশ বেড়েছে এবং সমস্ত ধরনের স্মার্টফোনের গড় বিক্রয় মূল্য (এএসপি) প্রায় ২৫৯ ডলারে (প্রায় ২২,৪৮০ টাকা) পৌঁছেছে। এন্ট্রি প্রিমিয়াম সেগমেন্টে বছরে ৩৫ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে, যার মধ্যে ২০০ ডলার থেকে ৪০০ ডলার দামের স্মার্টফোনও রয়েছে। এই বিভাগটি ভারতের মোট স্মার্টফোন বাজারের প্রায় ২৮ শতাংশ।

READ MORE:  ৬ মাস বিনামূল্যে Apple TV+ সাবস্ক্রিপশন, জম্পেশ অফার আনল Airtel | Airtel Offering Free 6 Months Apple TV Plus Subscription

এদিকে, প্রিমিয়াম সেগমেন্টেও ৩৪ শতাংশেরও বেশি বৃদ্ধি দেখা গেছে, যার মধ্যে স্মার্টফোনগুলি ৬০০ ডলার থেকে ৮০০ ডলার (প্রায় ৫২,২০০ টাকা থেকে ৬৯,৬০০ টাকা) এর মধ্যে রয়েছে। এই বিভাগে অ্যাপলের জনপ্রিয় মডেলগুলির মধ্যে রয়েছে আইফোন ১৩, আইফোন ১৪ এবং আইফোন ১৫।

ফোল্ডেবল আইফোন আনতে পারে Apple

ফোল্ডেবল স্মার্টফোনের দৌড়ে পিছিয়ে পড়া অ্যাপল আগামী বছরে ফ্লিপ-স্টাইল ডিভাইস লঞ্চ করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়া ফোল্ডেবল ম্যাকবুক ও আইপ্যাডও বাজারে আনতে পারে তারা।

READ MORE:  ভারতেই আস্থা Apple এর, আইফোনের পর এবার তৈরি হবে AirPods

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.