ভারতে EV লঞ্চের আগে চাপে ইলন মাস্ক, চীনে টেসলার থেকে বেশি গাড়ি বিক্রি করছে শাওমি | Xiaomi SU7 Outsells Tesla Model 3
ইলেকট্রিক গাড়ির বাজারে কার্যত মুখ থুবড়ে পড়ল টেসলা। ভারতে আসার আগে চিনে শাওমির কাছে পরাজিত হল আমেরিকার এই কোম্পানি। বিক্রির নিরিখে টেসলার থেকে অনেক এগিয়ে নতুন লঞ্চ হওয়া Xiaomi SU7 ইলেকট্রিক গাড়ি। আমরা সকলেই জানি, বিশ্বের অন্যতম বৃহত্তম ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা, এমনকী চিনেও। কিন্তু, সাম্প্রতিক কয়েক মাসে সেই ছবি পাল্টে গিয়েছে।
বিশেষ করে যখন থেকে বাজারে এসেছে শাওমির নতুন ইলেকট্রিক গাড়ি, SU7। এতদিন চিনের BYD কঠিন লড়াই দিচ্ছিল টেসলাকে। এবার সেই তালিকায় যোগ হল শাওমিও। চিনে বিক্রির নিরিখে টেসলার সবথেকে সস্তা গাড়ি Model 3-কে পিছনে ফেলেছে শাওমি। চিনা প্যাসেঞ্জার কার এসোসিয়েশনের পরিসংখ্যান বলছে, ২০২৪ এর এপ্রিল থেকে ২০২৫ এর জানুয়ারির মধ্যে টেসলার থেকে বেশি গাড়ি বিক্রি করেছে শাওমি।
গাড়ি বাজারে নতুন নেমেছে শাওমি। অল্পদিনেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে কোম্পানির প্রথম ইলেকট্রিক সেডান SU7। লঞ্চ হওয়ার প্রথম তিন মাসে গাড়ির ৩০,০০০ ইউনিট বিক্রি হয়েছে। গত বছর এপ্রিলে টেসলা মডেল ৩ বিক্রি হয়েছে ৫,০৬৫টি, সেখানে শাওমি এসইউ৭ বিক্রি হয়েছে ৭,০৫৮টি। এপ্রিল থেকে এই বছর জানুয়ারি পর্যন্ত দুই কোম্পানির মধ্যে দারুন প্রতিযোগিতা দেখা গিয়েছে। কখনও এগিয়ে চিল টেসলা, আবার কখনও শাওমি।
পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল, ২০২৪ থেকে জানুয়ারি, ২০২৫ মধ্যে শাওমি এসইউ৭ বিক্রি হয়েছে মোট ১,৬২,৩৮৪ ইউনিট, যেখানে টেসলা মডেল ৩ বিক্রি হয়েছে ১,৫২,৭৪৮ ইউনিট। অর্থাৎ গত ১০ মাসে প্রায় ১০ হাজার গাড়ি বেশি বিক্রি হচ্ছে শাওমি। এই পরিসংখ্যান ভারতে গাড়ি লঞ্চের আগে টেসলার কর্ণধার ইলন মাস্ককে চাপে রাখবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, আগামী ২-৩ মাসের মধ্যে এ দেশে ব্যবসা শুরু করতে পারে তারা।
Photo Credit – Motorpasion
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…
Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…
যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…
মাহিন্দ্রা XUV700 ভারতীয় SUV বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। এর আধুনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান (Pakistan) সম্পর্ক বিরাট ধাক্কা খেয়েছে। 26 জন…
This website uses cookies.