সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি একজন গেমার? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। ই-স্পোর্টস জগতে এবার বড়সড় পদক্ষেপের পথে হাঁটল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি (Mukesh ambani)। ভারতের গেমিং ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নিয়ে যেতে বিশ্ববিখ্যাত স্পোর্টস সংস্থা BLAST Esports-এর সঙ্গে এবার হাতে হাত মিলিয়ে কাজ করতে চলেছে রিলায়েন্সের মালিকাধীন সংস্থা Rise।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আর এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হল ভারতীয় ই-স্পোর্টসকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া। পাশাপাশি প্রতিযোগিতার আয়োজন করা এবং গেমার ও দর্শকদের জন্য আরো উন্নত অভিজ্ঞতা প্রদান করা।
এবার Jio Games-এ হবে ই-স্পোর্টস ইভেন্ট!
এই নতুন অংশীদারিত্বের ফলে BLAST Esports-এর আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং নেটওয়ার্কের সঙ্গে রিলায়েন্স Jio সরাসরি যুক্ত হচ্ছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। জানা যাচ্ছে, Jio Games প্ল্যাটফর্মে এবার নিয়মিত ই-স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করা হবে। আর এর ফলে কি হবে? ভারতীয় গেমারদের বিশ্বমঞ্চে এবার প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি এবং ব্রান্ডের জন্য ই-স্পোর্টস মার্কেটিং এবং স্পন্সরশিপের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সম্পূর্ণ টুর্নামেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং ব্রডকাস্টিং পরিষেবা দেবে এই নয়া সংস্থা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ভারতীয় গেমিং ইন্ডাস্ট্রিজের আমূল পরিবর্তন
BLAST Esports-এর CEO জানিয়েছেন, “ভারত বিশ্বের অন্যতম দ্রুত বিকশিত হওয়া এক গেমিং মার্কেট। এখানে প্রতিযোগিতামূলক গেমিং এর প্রতি মানুষের আগ্রহ দিনের পর দিন বাড়ছে। আর এই যৌথ উদ্যোগের ফলে শুধু ভারতীয় ই-স্পোর্টস ইন্ডাস্ট্রিজ এগিয়ে যাবে না, বরং বিশ্বমঞ্চে প্রতিভার নতুন দরজা খুলে যাবে।”
এই বিষয়ে রিলায়েন্স স্পোর্টসের প্রধান জানিয়েছেন, “আমরা আত্মবিশ্বাসী যে, এই পার্টনারশিপ ভারতীয় ই-স্পোর্টস ইন্ডাস্ট্রিজে এক বড়সড় পরিবর্তন আনবে। রিলায়েন্স Rise এর শক্তিশালী মার্কেটিং এবং স্পোর্টস প্রমোশনের অভিজ্ঞতা এবং জিওর প্রযুক্তিগত সুবিধা এই উদ্যোগকে আরো নয়া উচ্চতায় পৌঁছে দেবে।”
কেন এরকম সিদ্ধান্ত?
সূত্র বলছে, বর্তমানে ভারতের গেমিং ইন্ডাস্ট্রিজের সম্পদের পরিমাণ 3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। আর 2025 সালের মধ্যে এটি 5 বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়ে ফেলবে বলেই আশা করা যাচ্ছে। পাশাপাশি বর্তমানে ভারতের 40 কোটির বেশি মানুষ গেমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে। তাই ই-স্পোর্টসের জনপ্রিয়তা ভারতে চরম লেভেলে। ফলে রিলায়েন্সের এই পদক্ষেপ ভারতীয় গেমারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার অংশগ্রহণের সুযোগ করে দেবে।
ভবিষ্যৎ সম্ভাবনা
রিলায়েন্সের এই উদ্যোগ ভারতের গেমিং এবং ই-স্পোর্টস জগতে এক নতুন ইতিহাস লিখবে, একথা বলা যায়। গেমারদের জন্য হবে আরও বড় প্ল্যাটফর্ম। পাশাপাশি আন্তর্জাতিক মানের টুর্নামেন্টের আয়োজন করা হবে এবার ভারতে। শুধু তাই নয়, স্পন্সর এবং বিনিয়োগের পরিমাণও বাড়বে গেমিং প্ল্যাটফর্মে। ফলে গেমিং ইন্ডাস্ট্রিজে ক্যারিয়ার গড়ার সুযোগ আরও মসৃণ হবে।