ভারত থেকে পালিয়েও রক্ষে নেই, ললিত মোদীর পাসপোর্ট বাতিলের নির্দেশ ভানুয়াতুর প্রধানমন্ত্রীর
শ্বেতা মিত্র, কলকাতা: ভারত থেকে পালিয়েও নিস্তার নেই ললিত মোদীর (Lalit Modi)। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান আর্থিক অনিয়মের দায়ে অভিযুক্ত। সম্প্রতি জানা গিয়েছে, ভানুয়াতু নামের একটি ছোট দ্বীপ রাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছিলেন ললিত মোদী। সেই নাগরিকত্বও দেশটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। এহেন পরিস্থিতিতে ঘরে বাইরে দু’দিকেই উভয় সংকটে পড়েছেন তিনি।
খবরে প্রকাশ, বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে যে ললিত মোদী পাসপোর্ট সমর্পণের জন্য আবেদন করেছেন। ২০১০ সালে ভারত থেকে পালিয়ে যাওয়ার পর ললিত মোদী লন্ডনে বসবাস করছিলেন। এরপর একাধিকবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। যদি তাতে পোক্ত কোনো প্রমাণ ছিল না বলেই মনে করা হয়।
ভারতীয় পাসপোর্ট জমা দেওয়ার পর জানা যায় যে তিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন। এই দ্বীপ দেশটি ভানুয়াতু ধনী ব্যক্তিদের দেশের নাগরিকত্ব কিনতে অনুমতি দেয়। সেখান থেকে মাত্র ১.৩ কোটি টাকা খরচ করে পাসপোর্ট পাওয়া যায়। এখন খবরে বলা হয়েছে যে ভানুয়াতুর প্রধানমন্ত্রী তাঁর নাগরিকত্ব কমিশনকে ললিত মোদীর পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছেন।
সে দেশের প্রধানমন্ত্রী হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন সেটা অবশ্য স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে এই সিদ্ধান্তের পিছনে ভারতের চাপ থাকতে পারে। মিডিয়া রিপোর্টে এও দাবি করা হচ্ছে যে ভারতের চাপের পরেই প্রশাসন ললিত মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ললিত মোদীর পাসপোর্ট বাতিল করার ক্ষেত্রে নিউজিল্যান্ডে ভারতের হাইকমিশনার নীতা ভূষণের বড় ভূমিকা ছিল।
ভানুয়াতু ললিত মোদীর কার্যকলাপ সম্পর্কে অবগত ছিল না বলেও মনে করা হচ্ছে। ললিত যে পালিয়ে বেড়াচ্ছেন, সেটা বোঝার পরেই হয়তো নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.