ভারত-পাক ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী আইআইটিয়ান বাবার! চটে লাল ভক্তরা

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে উন্মাদনা চ্যাম্পিয়ন্স ট্রফিকে (champions trophy) ঘিরে। কোন দেশের হাতে উঠবে সেরার পুরস্কার, কে হবে চ্যাম্পিয়ন? ইতিমধ্যেই নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে পাকিস্তান। দুবাইতে কাল বাংলাদেশকে পর্যদুস্ত করে জিতেছে ভারত। দারুণ ফর্মে ভারত।

আর এবার সম্মুখ সমরে নামছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তান। আগামীকাল অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারি মুখোমুখি লড়াইয়ে নামবে এই দুই দল। এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। আসলে ভারত-পাক ম্যাচ মানেই টানটান উত্তেজনা। শিরায় শিরায় আবেগের বিস্ফোরণ ঘটে।

READ MORE:  ষাঁড়ের শিঙে আগুন ধরিয়ে ভয়ংকর স্টান্ট! রেগে যুবককে শূন্যে উড়িয়ে মাটিতে আছড়ে ফেললো ষাঁড়

জানা গেছে, ইতিমধ্যেই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। এই মহারণ মিস করা যাবে না যে। আর এবার সেই ম্যাচ নিয়েই ভবিষ্যদ্বাণী করলেন চলতি বছর মহাকুম্ভের মেলায় ভাইরাল হ‌ওয়া এরোস্পেস ইঞ্জিনিয়ার বা যিনি পরিচিত আইআইটিয়ান বাবা নামে। আর তার বক্তব্য শুনে চটে লাল ভক্তরা।

ঘটনা কী? ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ নিয়ে এমনিতেই যখন উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী তখন তার মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে। তা কী বলেছেন তিনি? অভয় সিং নামের ওই ভাইরাল বাবা বলেছেন, বিরাট কোহলিরা এই বছর যত‌ই চেষ্টা করুন না কেন, ম্যাচ জিতে বাজিমাত করবে পাকিস্তানই। আর তার এই কথাতেই চটে লাল ভারতীয় ভক্তরা।

রীতিমতো ভাইরাল হচ্ছে তার ভিডিও। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ওয়ানডে ক্রিকেটের এক নম্বর দল ভারতকে তিনি পাকিস্তানের কাছে হারিয়ে দিয়েছেন। তিনি হাসতে হাসতে বলেছেন আমি বলে দিচ্ছি পাকিস্তানই জিতবে। বিরাট কোহলি আর বাকিরা দারুণভাবে চেষ্টা করলেও জিততে পারবে না। আর ব্যাস তার কথা শুনে খেপেছে ভারতীয় ক্রিকেট ভক্তরা।

READ MORE:  মাত্র ৫০ টাকায় ৭টি চ্যানেল, Netflix এর সমস্যা বাড়াল JioHotstar

 

Scroll to Top