ভারত সীমান্তের কাছে চিনের সঙ্গে মিলে খেল দেখাবে বাংলাদেশ! ফাঁস ইউনূসের প্ল্যান
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের সাথে হাত মিলিয়ে ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা? প্রতিবেশী দেশকে ফাঁপরে ফেলতে নয়া পরিকল্পনা ফেঁদেছেন বাংলাদেশের (Bangladesh) প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস! সূত্রের খবর, চিন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতে ভারতের বিরুদ্ধে নয়া পরিকল্পনা তৈরি করে এসেছেন ওপার বাংলার প্রধান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জিনপিংয়ের সাথে দেখা করে ভারতের শিলিগুড়ি করিডোরের কাছে নদী প্রকল্প অর্থাৎ চিকেন নেকে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে এসেছেন ইউনূস। ভারতের মূল ভূখণ্ড ও উত্তর-পূর্বের সাতটি রাজ্যের সাথে সংযুক্ত এই চিকেন নেক করিডোরে(নদী প্রকল্প) চিনকে বিনিয়োগ করার আমন্ত্রণ জানানো মানে তা ভারতের জন্য হুমকি স্বরূপ।
বেশ কয়েকটি সংবাদ সূত্রে খবর, গত সপ্তাহের শুক্রবার চিন সফরে গিয়ে সেখানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেই প্রথমে বাংলাদেশে চিনা বিনিয়োগ বাড়ানোর কথা বলেন ইউনূস। মূলত বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির হাত ধরেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের ওপর জোর দিয়েছিলেন ওপার বাংলার প্রধান।
বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চিনা কোম্পানি গুলির বিনিয়োগের পাশাপাশি চিনা রাষ্ট্রায়ত্ত কোম্পানি গুলিকে তিস্তা নদীর বড় ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান ইউনূস। খোঁজ নিয়ে জানা গেল, ভারতের সিকিমে উৎপন্ন ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সরাসরি বাংলাদেশে যাওয়া তিস্তা নদীর প্রকল্পে চিনের বিনিয়োগ দাবি করেছেন ইউনূস। যা ভারতের জন্য যথেষ্ট চিন্তার!
ওপার বাংলার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করছে, চিন সফর শেষ করে আসার আগে চিনের রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলিকে বাংলাদেশের মংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণের মতো বিশেষ প্রকল্পগুলিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ইউনূস। সেই সাথে, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূল অংশ অর্থাৎ চট্টগ্রাম চিন অর্থনৈতিক ও শিল্প পার্ক নির্মাণের প্রচারে জিনপিং সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।
অবশ্যই পড়ুন: শীঘ্রই মশাল ব্রিগেডে যোগ দেবেন সিংটো, প্রাক্তন হায়দরাবাদ কোচকে কোন পদে বসাবে ইস্টবেঙ্গল?
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের গলায় চিনের ভুয়সী প্রশংসা শোনা গিয়েছে। ওপার বাংলার প্রধান জানিয়েছেন, বাংলাদেশকে তার জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, অস্তিত্ব রক্ষা, আঞ্চলিক অখন্ডতা রক্ষা এবং দেশের জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ খুঁজতে সাহায্য করছে চিন।
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
This website uses cookies.