ভাল ক্যামেরা ছাড়াও দুর্দান্ত পারফরম্যান্স, Samsung-এর নতুন ফোন আসছে দেশে
Samsung তাদের ফ্ল্যাগশিপ S25 সিরিজ লঞ্চের পর, এবার একঝাঁক বাজেট এবং মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে আনতে চলেছে। কোম্পানি আলাদা করে কোনও ফোনের নাম প্রকাশ না করলেও Galaxy F সিরিজের আগমন নিশ্চিত করেছে। ফ্লিপকার্টে একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ আছে যেখানে ইংরেজি ‘এফ’ অক্ষরটি বড় করে দেখানো হয়েছে। অর্থাৎ Samsung Galaxy F সিরিজের নতুন মডেল ভারতে আসতে চলেছে।
যারা জানেন না তাদের জন্য বলে রাখি, স্যামসাং গ্যালাক্সি এফ-সিরিজের ফোনগুলি কোম্পানির অফিসিয়াল ই-স্টোর ও ফ্লিপকার্টে বিক্রি হয়। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে দৃশ্যমান থাকা মাইক্রোসাইট গ্যালাক্সি এফ সিরিজের আসন্ন ডিভাইসটিকে ফিউচারিস্টিক, ফ্যাশনেবল’, ‘ফাস্ট’ ও ‘ফটো’ হিসাবে বর্ণনা করেছে। অর্থাৎ এগুলি ফোনটিতে ভাল পারফরম্যান্স, ক্যামেরা এবং আধুনিক নকশার উপস্থিতি ইঙ্গিত করছে।
আরও পড়ুনঃ ১৫ হাজার টাকার কম দামে অস্থির ফিচারের সেরা স্মার্টফোন, Vivo, Realme, Motorola আছে লিস্টে
ঠিক কোন ফোন লঞ্চ হবে তার পরিচয় জানার জন্য কয়েকদিন অপেক্ষার প্রয়োজন হলেও, সম্প্রতি Samsung Galaxy F06 এবং Galaxy F16-এর সাপোর্ট পেজ স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে দুটি ফোন একসাথে প্রকাশ হতে পারে বা যে কোনও একটি।
উল্লেখ্য, Galaxy F16 মডেলটির সঙ্গে গত বছর অক্টোবরে বাজারে আসা Galaxy A16-এর মিল থাকতে পারে। সে ক্ষেত্রে, এতে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে, Galaxy F06-এর সঙ্গে অপ্রকাশিত Galaxy A06-এর মিল থাকবে বলেও জল্পনা চলছে। তবে একবার যখন টিজার প্রকাশ হয়েছে, খুব শীঘ্রই ডিজাইন ও ফিচার্স সামনে আসবে বলে আশা করা যায়।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.