লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভিডিও দেখেও চার্জ শেষ হবে না, Honor আনছে 8000mAh ব্যাটারির স্মার্টফোন

Published on:

গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড় বড় ব্যাটারি অর্থাৎ ৬০০০ এমএএইচ বা ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হচ্ছে। এছাড়া জানা গেছে iQOO, Realme-র মতো সংস্থা ৭০০০ এমএএইচ বা তার বেশি ক্যাপাসিটির ব্যাটারি সহ ডিভাইস বাজারে আনতে চলেছে। এখন আবার নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Honor শীঘ্রই ৮০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

READ MORE:  Flipkart OMG Sale: ফের সস্তা হল বেস্ট সেলিং সেলফি ক্যামেরার Motorola ফোন, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অফার | Motorola G85 5G Discount

Huawei Central এর এই রিপোর্ট অনুযায়ী, Honor তাদের নতুন ফোনে ৮০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। সংস্থাটি লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপের একটি ডিভাইসের উপর কাজ শুরু করেছে। যদিও এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। উইবো টিপস্টার ফিক্সড ফোকাস-ও একই দাবি করেছেন। তবে তিনিও এর আগমনের তারিখ জানাননি।

এমনটি এর নামও এখনও জানা যায়নি। আশা করা যায় শীঘ্রই একে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে অনারের ৮০০০ এমএএইচ ব্যাটারির ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে এটা অনেকটাই নিশ্চিত যে, এতে সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি পাওয়া যাবে। আর স্মার্টফোনটি প্রিমিয়াম বা মিড রেঞ্জে আসবে।

READ MORE:  এই Samsung ফোন ব্যবহারকারীদের মাথায় বাজ, অ্যান্ড্রয়েড ১৫ হতে যাচ্ছে শেষ আপডেট | Samsung Galaxy Smartphone Get Last Android 15 Update

জানিয়ে রাখি, সম্প্রতি Honor GT Pro নামে একটি ফোনকে চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এটি ২০২৪ সালের ডিসেম্বরে আসা Honor GT এর উত্তরসূরি হবে। সার্টিফিকেশন সাইটে এটি AGI-AN00 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এই ডিভাইসে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও এই স্মার্টফোনেই ৮০০০ এমএএইচ ব্যাটারি থাকবে কিনা তা এখনও নিশ্চিত হয়নি।

READ MORE:  Redmi ও Poco পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে দুটি দুর্ধর্ষ ফোন আনছে

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.