ভিন্ন স্বাদের ফোন নিয়ে হাজির হল Asus, রয়েছে প্রচুর AI ফিচার্স ও দুর্দান্ত ক্যামেরা
Asus Zenfone 12 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ববাজারে লঞ্চ হল। আসুসের সবচেয়ে শক্তিশালী জেনফোন মডেল এটি। ফোনটিতে বিশাল ডিসপ্লে সহ বড় ব্যাটারি এবং Qualcomm-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর রয়েছে। Asus Zenfone 12 Ultra শুধুমাত্র গেমিং বা মাল্টিটাস্কিং-এর উপর ফোকাস করে না, পাশাপাশি ক্যামেরার উপরও বিশেষ নজর দিয়েছে। চলুন আসুসের নতুন প্রিমিয়াম স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।
আসুস জেনফোন ১২ আল্ট্রা ৬.৭৮ ইঞ্চি ফুলএইচডি+ স্যামসাং ই৬ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লের সঙ্গে এসেছে যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সুরক্ষার জন্য স্ক্রিনের উপরে কর্নিং গরিলা গ্লাস টু ভিক্টাস লেয়ারিং রয়েছে। ডিসপ্লেটি ২৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সমর্থন করে। পাওয়ারের জন্য, ডিভাইসের ভিতরে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর রয়েছে, যা ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে যুক্ত।
জেনফোন ১২ আল্ট্রার পিছনে ট্রিপল ক্যামেরা রয়েছে। যার মধ্যে গিম্বাল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল সনি লিটিয়া ৭০০ সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে। সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
আসুসের এই ফোন ৫৫০০ এমএএইচ ব্যাটারি অফার করে যা ৬৫ ওয়াট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা দেয়। ডিভাইসে প্রচুর AI ফিচার্সও বর্তমান, যার মধ্যে ক্যামেরা সম্পর্কিত AI বৈশিষ্ট্যগুলি হল AI অবজেক্ট সেন্স, AI হাইপারক্ল্যারিটি, AI পোর্ট্রেট ভিডিও। এছাড়াও, AI ট্রান্সক্রিপ্ট, AI কল ট্রান্সলেটর এবং AI ওয়ালপেপার অপশন থাকছে।
জেনফোন ১২ আল্ট্রার দাম শুরু হচ্ছে ২৯,৯৯০ নিউ তাইওয়ান ডলার থেকে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮০,০০০ টাকা। ফোনটি সাকুরা হোয়াইট, সেজ গ্রীন, এবং ইবনি ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। ভারতে কবে আসবে তা এখনও জানা যায়নি।
রিয়েলমি আজ ৭ম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ “অ্যানিভার্সারি সেল”-এর আয়োজন করেছে। এই সেলে সংস্থার জনপ্রিয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেল যা লক্ষ লক্ষ যাত্রীদের প্রধান ভরসা। আর এবার ইতিহাসের পাতায়…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে মোহনবাগান (Mohun Bagan)! সাম্প্রতিক সময়ে ভরাডুবির…
রিয়েলমি শীঘ্রই ভারতের বাজারে তাদের C সিরিজের নতুন স্মার্টফোন Realme C75 লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই…
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। দর্শকরা এখন তাদের পছন্দ অনুযায়ী ওয়েব সিরিজ…
সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলার স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation 2025) পড়েছে।…
This website uses cookies.