ভুলে যান Ola, Uber! এবার ট্যাক্সি পরিষেবা আনছে কেন্দ্র, মিলবে সহজ ও সস্তায়
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: অফিস হোক বা যেকোনো গন্তব্যস্থল, বাস ট্রেনের ভিড় ঠেলাঠেলির হাত থেকে রক্ষা পেতে অনেকেরই ভরসা অ্যাপ ক্যাব অথবা বাইক। গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছতে এই ক্যাব বা বাইকেই আস্থা রাখেন অনেকে। রীতিমত একচেটিয়া বাজার করে চলেছে OLA, Uber এর মত অ্যাপ ক্যাব পরিষেবা সংস্থাগুলি। তবে এবার সেই বাজারে পা রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার। নিয়ে আসতে চলেছে এক নয়া ক্যাব (Sahkar Taxi App) পরিষেবা। আর সেই তথ্যই সম্প্রতি প্রকাশ্যে আনলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দীর্ঘদিন ধরেই অ্যাপ ক্যাব নিয়ে নানাবিধ সমস্যায় পড়ছেন যাত্রীরা। কখনও ভাড়া সংক্রান্ত বিতর্ক তো কখনও আবার সময় এবং চালকের ব্যবহার নিয়েও নানা তর্ক বিতর্ক বাঁধতে থাকে। তার উপর মাঝে মধ্যেই চালকদের দাবি পূরণ না হলেই ডাকা হয় ধর্মঘট। ফলস্বরূপ কাজের ব্যস্ততার মাঝে ব্যাপক ফ্যাসাতে পড়তে হয় গ্রাহকদের। তাই এবার OLA, Uber এর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির দাপট কমাতে এবং গ্রাহকদের সমস্যা দূর করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক অতি লাভজনক অ্যাপ ক্যাব প্রকল্প আনা হচ্ছে। জানা গিয়েছে এই প্রকল্পের নাম হবে ‘সহকার ট্যাক্সি’।
গতকাল অর্থাৎ বুধবার, লোকসভার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এএই অ্যাপ ক্যাব ভিত্তিক প্রকল্পের উন্মোচন করেন। তিনি জানান সমবায়-ভিত্তিক এই পরিষেবা ক্যাব চালকদের সরাসরি সুবিধা দেবে। যেমন ওলা এবং উবরের মতো পরিষেবা পাওয়া যায় ঠিক তেমনই এই উদ্যোগটি সমবায় সমিতিগুলিকে চালকদের আয় থেকে মধ্যস্থতাকারীদের কোনও কর ছাড়াই দু’চাকার যান, ট্যাক্সি, রিকশা এবং চার চাকার যানবাহন রেজিস্টারের অনুমতি দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ” শুধুমাত্র জনগণের সুবিধার জন্য এটি সাড়ে তিন বছর ধরে নিরলসভাবে কাজ করেছে। এবং সফল হয়েছে।কয়েক মাসের মধ্যে, একটি বড় সমবায় ট্যাক্সি পরিষেবা চালু করা হবে, যাতে চালকেরা সরাসরি লাভের মুখ দেখবে।”
সম্প্রতি এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিল, যেখানে দেখা গিয়েছিল যে আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে বুকিং করতে গিয়ে রাইড ভাড়া পরিবর্তিত হয়। সঙ্গে সঙ্গে ভিডিওটি যাচাই করে কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ OLA এবং Uber দুই কোম্পানিকে নোটিশ জারি করেছে। যদিও সেই নোটিশে দুই সংস্থাই বৈষম্যের দাবি অস্বীকার করেছে। এবং দাবি করেছে যে, “আমাদের সব গ্রাহকের জন্য সমমূল্য কাঠামো রয়েছে। ব্যবহারকারীর মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের ভিত্তিতে কোনও পার্থক্য করা হয় না।”
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
এবার ট্রেনের কাউন্টার থেকে কেনা টিকিট ঘরে বসেই বাতিল করা যাবে! সম্প্রতি সংসদে রেলমন্ত্রী অশ্বিনী…
শ্বেতা মিত্র, কলকাতাঃ লক্ষ লক্ষ সরকারি কর্মীর জন্য সুখবর। আরও এক দফায় মহার্ঘ ভাতা বা…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের Aeronautical Development Agency (ADA) বিভাগ…
Oppo K13 সিরিজ শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে বেশ কয়েকটি ফোন আসবে,…
শ্বেতা মিত্র, কলকাতাঃ তীব্র গরমে হাঁসফাঁস করছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। এপ্রিল মাস আসার আগেই…
সৌভিক মুখার্জী, কলকাতা: এখন সোশ্যাল মিডিয়া খুললে একটিই ট্রেন্ড Ghibli স্টাইল। কিন্তু হঠাৎ কীভাবে এই…
This website uses cookies.