ভুল করে সীমান্ত পেরিয়ে আটক BSF জওয়ান, হুগলির ছেলেকে ফেরাতে রাজি নয় পাকিস্তান!
প্রীতি পোদ্দার, কলকাতা: গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় রীতিমত দেশ জুড়ে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছে। মৃত্যু হয়েছে ২৬ জন নিরস্ত্র সাধারণ মানুষের। পুলওয়ামা হামলার পর কাশ্মীরে পহেলগাঁও হামলাই হল বৃহৎতম হামলা। আর এই আবহে ভুল বশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করে আটক হয়েছে এক বিএসএফ (BSF) জওয়ান। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে। জানা যাচ্ছে, জওয়ানকে ইতিমধ্যেই আটক করেছে পাক রেঞ্জার্স।
সূত্রের খবর, পাকিস্তানের হেফাজতে থাকা সেই বিএসএফ জওয়ানের নাম পিকে সিং। তিনি পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা। গতকাল অর্থাৎ বুধবার বিকেলে তিনি ভারত-পাক সীমান্তবর্তী এক কৃষিজমির কাছে নজরদারিতে ছিলেন। সেই জায়গায় প্রচণ্ড গরমে নিয়মিত টহলদারির সময় স্থানীয় কৃষকরা তাঁকে এক গাছের ছায়ায় বিশ্রাম নিতে বলেছিল। কিন্তু সেই গাছের কাছে যেতে গিয়ে ভুল করে ভারতীয় সীমান্তের বেড়া পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে পড়েন তিনি। আর ফিরোজপুর সীমান্ত পেরোতেই সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স।
জানা গিয়েছে, পিকে সিং বিএসএফ-এর ১৮২তম ব্যাটেলিয়নের এক কনস্টেবল। ডিউটি পালন করার সময় তাঁর সঙ্গে সার্ভিস রাইফেলও ছিল। তাতেই পাকিস্তানি রেঞ্জার্সদের সন্দেহ বাড়ে। এবং সঙ্গে সঙ্গে আটক করা হয়। এদিকে এর আগেও সেনা কর্মী বা অসামরিক নাগরিকদের এই ধরনের অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রম করা নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল ভারত। যদিও তখন সামরিক প্রোটোকলের মাধ্যমেই দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং করে ওই আটকে রাখা সেনাকর্মীদের ফেরৎ পাঠানো হয়েছিল।
এইমুহুর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে। এবং পিকে সিং নামের ওই সেনাকে ভারতে ফেরানো নিয়ে দুই পক্ষের মধ্যে জোর আলোচনা চলছে। সূত্রের খবর, হুগলির বাসিন্দা BSF জওয়ান পিকে সিংকে ফেরাতে রাজি নয় পাক রেঞ্জার্স! তবে এই আলোচনা অন্যান্য বারের তুলনায় অনেকটাই আলাদা। তার কারণ পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার পর দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যে টানাপড়েন তৈরি হয়েছে, তাতে সীমান্তবর্তী অঞ্চলে বেশ কোলাহল তৈরি হয়েছে। তাই এই স্বাভাবিক বিষয় নিয়েও বেশ টানাপোড়েন তৈরি হয়েছে। এদিকে গতকাল অর্থাৎ বুধবার, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
‘সার্ক’ ভিসা বাতিল থেকে শুরু করে স্থগিত রাখা হচ্ছে সিন্ধু জলচুক্তিও। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। যার দরুন এবার পাকিস্তানের করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু হয়েছে। এএনআই-সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের করাচি উপকূলের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আগামী বৃহস্পতি-শুক্রবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনাটি করা হয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের মাঝে যেন হঠাৎ করে নেমে আসে রক্তের অন্ধকার। হ্যাঁ,…
সৌভিক মুখার্জী, কলকাতা: কম-বেশি সবাই সঞ্চয় করতে চায়। তবে আধুনিক দুনিয়ায় দাঁড়িয়ে ব্যাংকের পাশাপাশি পোস্ট…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ের রক্তাক্ত সন্ত্রাসী হামলার (Kashmir Attack) দাগ এখনো অক্ষত। আর তারই…
সহেলি মিত্র, কলকাতা: নতুন রেকর্ড গড়ল ভারতীয় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) জোনে প্রথমবারের মতো…
প্রীতি পোদ্দার, কলকাতা: চারিদিকে দুর্নীতির বেড়াজাল যেন ছড়িয়ে রয়েছে রাজ্য জুড়ে। রেশন থেকে শুরু করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আয় কম বলে সঞ্চয় (Money Savings) হয় না, এরকম অভিযোগ প্রায় সবারই…
This website uses cookies.