ভোল বদলে যাবে কন্যাশ্রী প্রকল্পের, নারী দিবসের আগে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ৮ মার্চ নারী দিবস। হাতে বাকি আর মাত্র দু’‌দিন বাকি। আর এই দিনকে ঘিরে বাংলায় একের পর এক কর্মসূচি পালন করা হতে চলেছে। এমনিতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের জন্য যেমন একাধিক জনদরদী প্রকল্প চালু করেছেন ঠিক তেমনই বাংলার মেয়ে এবং মহিলাদের জন্য একাধিক প্রকল্পের আয়োজন করেছেন তিনি। যার মধ্যে অন্যতম হল কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Scheme)। আর এবার আন্তর্জাতিক নারী দিবসের দিন এই প্রকল্পকে ঘিরে এক নয়া উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এই প্রকল্প নিতে এবার বড় উদ্যোগ রাজ্য সরকারের

২০১১ সালে বাম সরকার পতনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করেছিলেন। ২০১৩ সালে বাংলার মেয়েদের বাল্যবিবাহ এবং মেয়েদের স্কুলছুট রুখতে কন্যাশ্রী নামক প্রকল্পের সূচনা করেছিলেন। যার মাধ্যমে বর্তমানে প্রথম পর্যায়ে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে অবিবাহিত স্কুলপড়ুয়া ছাত্রীদের বছরে ১,০০০ টাকা করে প্রদান করে রাজ্য সরকার। দেখতে দেখতে ১১ বছরে পা দিতে চলেছে এই প্রকল্প। কিন্তু এবার এই কন্যাশ্রী প্রকল্পকে ‘‌AI’‌ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে চাইছে রাজ্য সরকার। এমনকী এই প্রকল্পের একজন আবেদনকারীকেও যাতে অসুবিধায় পড়তে না হয় তার জন্য নয়া সুবিধা আনতে চলেছে সরকার।

READ MORE:  AI Course: উচ্চ মাধ্যমিক শেষে পড়ো AI নিয়ে! গুগল, মাইক্রোসফট, TCS-র মতো সংস্থাগুলি দেবে চাকরি | After HS Do AI Course And Get Job

‘‌AI’‌ প্রযুক্তি নিয়ে নয়া ভাবনা রাজ্যের

কন্যাশ্রী প্রকল্প বর্তমানে বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে। কারণ এই প্রকল্পই বাংলার নারী ক্ষমতায়ন এবং আত্মনির্ভর করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে চলেছে। তাইতো প্রতিবছর এই প্রকল্পের আওতায় লক্ষাধিক ছাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। আর তা প্রত্যেক বছর বাড়তেই থাকবে বলে আশা করা যাচ্ছে। জানা গিয়েছে চলতি বছর জানুয়ারি মাসে স্টুডেন্টস উইক অনুষ্ঠান থেকে কন্যাশ্রী প্রকল্প পেতে কোনও ছাত্রীর যাতে অসুবিধা না হয় সেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই নবান্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে মেয়েদের যাতে কাগজপত্র তথা তথ্য আপলোডের ক্ষেত্রে কোনও অসুবিধায় না হয় তাই ‘‌AI’‌ প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

রাজ্য সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এখনও পর্যন্ত রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছেন প্রায় ৯০ লক্ষ কন্যা। এবং রাজ্যের হিসেবে অনুযায়ী ২০২৪-২৫ সালে এখনও পর্যন্ত এই প্রকল্পে ১,০০০ টাকার বার্ষিক বৃত্তির জন্য নথিভুক্ত হয়েছেন ১৫ লক্ষ ৭৫ হাজারের বেশি ছাত্রী। পাশাপাশি এককালীন ২৫ হাজার টাকার সুবিধা পেয়েছে ২ লক্ষ ১ হাজার ছাত্রী। তাই সবমিলিয়ে এবছর মোট ৫৯৩ কোটি ৫১ লক্ষ টাকার বেশি টাকা ব্যয় করা হয়েছে এই প্রকল্পের জন্য।

READ MORE:  ডিএ বাড়ছে না, তবে সরকারি কর্মীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার!

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top